পুবের কলম ওয়েবডেস্কঃ করোনা আক্রান্ত হলেন বর্ষীয়ান৷ সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। আপাতত নিজের বাড়িতেই আইসোলেশনে আছেন তিনি। সর্দি, কাশি এবং শারিরীক দুর্বলতা অনুভব করায় গত সোমবার তিনি আরটিপিসিআর টেস্ট করান। মঙ্গলবার রিপোর্ট আসে পজিটিভ। আপাতত চিকিৎসকের পরামর্শ মেনে হোম আইসোলেশনে আছেন এই প্রথিতযশা সাহিত্যিক।
বইমেলা উদ্বোধনের জন্য তিনি গত ২ রা জানুয়ারি জান মালদহ জেলায়। তবে করোনার সংক্রমণ বৃদ্ধির জন্য স্থগিত হয়ে যায় সেই বইমেলা। ফিরে আসার পর থেকেই শারীরিক সমস্যা শুরু হয় বলে জানিয়েছেন এই প্রবীণ সাহিত্যিক। জ্বর না আসলেও রয়েছে স্বাদহীনতা শারীরিক দুর্বলতা।
চিকিৎসকের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছে তাঁর পরিবার। শীর্ষেন্দুবাবুর করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে উদ্বেগ প্রকাশ করেছেন সমরেশ মজুমদার, প্রচেত গুপ্তের মতো জনপ্রিয় সাহিত্যিকেরা। ৮০ পার করা এই সাহিত্যিকের দ্রুত আরোগ্য কামনা করছেন বাংলার আপামর সাহিত্য সংস্কৃতি অনুরাগীরা।