পুবের কলম, ওয়েবডেস্কঃ পুরভোট মামলায় হাই কোর্টের তোপের মুখে নির্বাচন কমিশন। মঙ্গলবার আদালতে মামলা চলাকালীন হাই কোর্টের বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব নির্বাচন কমিশনকে প্রশ্ন করেন, কলকাতা পুরভোটের তারিখ ঘোষণা হয়ে গেছে। বাকি ভোট কবে? ন্যূনতম কত দফায় ভোট করা হবে? এখনও পর্যন্ত জানাচ্ছেন না কেন?
এদিন বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব নির্বাচন কমিশনকে কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, বকেয়া ভোটের দিন ঘোষণা কি আপনাদের সংবিধানিক দায়িত্ব নয়? কমিশন ইভিএম-এর সংখ্যা জানিয়েছে। তাহলে কবে ভোট হচ্ছে সেটা জানাচ্ছেন না কেন?
কমিশন আদালতে জানায়, রাজ্যে সঙ্গে কমিশনের আলোচনার ভিত্তিতে ভোটের দিন ঠিক হয়।
তবে এদিন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব জানিয়েছেন, আগামী সোমবার এই মামলার রায় ঘোষণা করা হবে। সোমবার আদালতে রাজ্য ও কমিশনকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।
কিন্তু আপাতত কলকাতা পুরভোটের বিজ্ঞপ্তির উপর কোনও হস্তক্ষেপ করবে না কলকাতা হাইকোর্ট।
উল্লেখ্য, পুরভোটের দিনক্ষণ ঘোষণা হতেই শুধু কলকাতা কেন, কলকাতা, হাওড়া সহ রাজ্যের সমস্ত পুরসভায় ভোট চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। প্রথমে সোমবার পুরভোট মামলার শুনানির দিন ধার্জ করা ছিল। কিন্তু বিজেপির তরফে মামলা পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়। সেই আবেদন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। বুধবার ফের এই মামলার শুনানির দিন ঠিক করা হয়েছে। আজ সেই মামলার শুনানি ছিল।