পুবের কলম, ওয়েবডেস্ক : পর্নোগ্রাফিকাণ্ডে আবার মুম্বইয়ের শিল্পপতি তথা বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার বাড়িতে হানা দিল ইডি। পর্নোগ্রাফি কেলেঙ্কারির সঙ্গে যে আর্থিক তছরুপের অভিযোগ জড়িয়ে রয়েছে, তারই তদন্তে রাজের বাড়িতে শুক্রবার তল্লাশি চালানো হয়েছে।
রাজের সহযোগী এবং ঘনিষ্ঠদের বাড়িতেও গিয়েছেন তদন্তকারীরা।২০২১ সালের জুন মাসে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে রাজকে গ্রেফতার করা হয়েছিল। দু’মাস জেলে ছিলেন শিল্পার স্বামী। ওই বছরের সেপ্টেম্বরে তিনি জামিন পান। পর্নোগ্রাফি মামলায় রাজকেই মূল চক্রান্তকারী হিসাবে চিহ্নিত করেছিল মুম্বই পুলিশ।
অভিযোগ, হটশটস নামক একটি অ্যাপে অশ্লীল ভিডিয়ো তৈরি ও বিক্রি করা হত। এই অ্যাপেরই মাথা ছিলেন রাজ কুন্দ্রা। বিষয়টি সাংনে আসার পরই গুগল প্লে ও অ্যাপেল স্টোর থেকে অ্যাপটি সরিয়ে ফেলা হয়।
এই অ্যাপের সূত্র ধরেই ক্রিপ্টো-পনজি স্কিম চলছিল। সেই মামলারই তদন্ত করছে ইডি। শুক্রবার সকালেই ইডি আধিকারিকরা রাজ কুন্দ্রা-শিল্পা শেট্টির বাড়ি ও অফিসে হানা দেয়। দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চলছে। অ্যাপের সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তির বাড়িতেও ইডি হানা দিয়েছে বলেই জানা গিয়েছে।প্রসঙ্গত, চলতি বছরেই রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টির ৯৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি।
উল্লেখ্য, মহারাষ্ট্র এবং দিল্লি পুলিশের কাছে ভ্যারিয়েবল টেক প্রাইভেট লিমিটেড নামের একটি সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ে। অমিত ভরদ্বাজ, বিবেক ভরদ্বাজ, সিম্পি ভরদ্বাজ, মহেন্দ্র ভরদ্বাজ-সহ আরও বেশ কয়েক জনের নাম উঠে আসে অভিযুক্ত হিসেবে। বিটকয়েনে বিনিয়োগের নামে কোটি কোটি টাকা তোলেন অভিযুক্তরা। শুধুমাত্র ২০১৭ সালেই ৬,৬০০ কোটি টাকা তোলা হয়েছিল বলে জানা যায়।
যাঁদের কাছ থেকে টাকা তোলা হয়, তাঁদের প্রতি মাসে বিটকয়েনে ১০ শতাংশ টাকা রিটার্ন দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়। ক্রিপ্টো সম্পত্তি গড়ে তোলার লোভে অনেকেই টাকা ঢালেন ওই সংস্থায়। কিন্তু ওই সংস্থা সকলকে ঠকানোয় একাধিক মামলা দায়ের হয়। এই মামলার তদন্তে নেমে রাজের সঙ্গে ওই সংস্থার সংযোগ খুঁজে পায় ইডি। জানা গিয়েছে, অমিতের থেকে ২৮৫টি বিটকয়েন পেয়েছিলেন রাজ।
ইডি সূত্রে খবর, গোটা দুর্নীতি চক্রের মাথা ছিলেন অমিত। নিরীহ মানুষকে টোপ দিয়ে কোটি কোটি টাকা আদায় করেছিলেন তিনি। সেই বিটকয়েনই পরে রাজের কাছে যায়, বর্তমানে যার বাজারদর প্রায় ১৫০ কোটি টাকা। সেই প্রেক্ষিতেই রাজের ৯৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। হাজার কোটির দুর্নিতি, ইডির মামলা, যাবতীয় আইনি জটের মাঝেই গত আগস্ট মাসে তিন কোটি টাকার বিলাসবহুল গাড়ির কিনে ফের চর্চার শিরোনামে এসেছিলেন রাজ কুন্দ্রা এবং শিল্পা শেট্টি।