নয়াদিল্লি: শীতকালীন অধিবেশন চলাকালীন সংসদ ঘেরাওয়ের লক্ষ্যে পথে নামল দেশের একাধিক কৃষক সংগঠন। কৃষকদের এই দিল্লি অভিযান আটকাতে নয়ডাতে রণসাজে প্রস্তুত পুলিশ প্রশাসন। বন্ধ করে দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ থেকে দিল্লি ঢোকার একাধিক রাস্তা। পুলিশ মহামায়ার কাছে নয়ডা-গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে উভয় দিক থেকে বন্ধ করে দিয়েছে এবং আরএএফ এবং বজ্র যানবাহন মোতায়েন করে দলিত প্রেরণা স্থলের কাছে রাস্তাটি সম্পূর্ণভাবে অবরোধ করেছে। এছাড়া মহামায়া ফ্লাইওভার থেকে চিল্লা সীমান্ত পর্যন্ত রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ নয়ডার জাতীয় দলিত প্রেরণা স্থলের কাছে ট্রাক এবং ক্রেন দিয়ে একটি ব্যারিকেড তৈরি করেছে, যাতে কৃষকরা তাদের ট্রাক্টর নিয়ে এগিয়ে যেতে না পারে। এগুলি ছাড়াও পুলিশ ডাইভারশন পরিকল্পনা বাস্তবায়ন করেছে এবং সেক্টর ১৮ থেকে গ্রেটার নয়ডায় যাওয়া লোকদের সরিয়ে দেওয়া হচ্ছে। তথ্য অনুযায়ী, ড্রোনের মাধ্যমে কৃষকদের নজরদারি উপর করা হচ্ছে এবং ভিডিও রেকর্ডিংও করা হচ্ছে। নয়ডা পুলিশ চেষ্টা করছে কৃষকরা যাতে সীমান্তে পৌঁছতে না পারে। উল্লেখ্য, রবিবার আলোচনা ব্যর্থ হওয়ার পর দিল্লিতে সংসদ ঘেরাও করার সিদ্ধান্ত নিয়েছিলেন কৃষকরা। গ্রেটার নয়ডা থেকে ট্রাক্টর এবং অন্যান্য যানবাহনে আসা কৃষকরা এখন মহামায়া ফ্লাইওভারে পৌঁছেছেন এবং ধীরে ধীরে কৃষকের সংখ্যা বাড়ছে।
আন্দোলনকে মাথায় রেখে ছুটি দেওয়া হয়েছে সব স্কুল। যেখানে অনলাইন ক্লাসের সুবিধা রয়েছে সেখানে অনলাইনে পঠন-পাঠনের ব্যবস্থা জারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিরাট সংখ্যায় পুলিশ ও মোতায়েন করা হয়েছে রাস্তায়।