পুবের কলম ওয়েব ডেস্ক: রেকর্ড গড়ে কলকাতায় সেঞ্চুরি করলো পেট্রোল। কলকাতায় প্রথমবার ১০০ পার করল পেট্রোলের দাম। নতুন দাম ১০০ টাকা ২৩ পয়সা। মঙ্গলবার মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে নতুন মূল্য । জেলাতে পার করেছিল সপ্তাহের গোড়াতেই। এবার কলকাতাতেও সেঞ্চুরি হাঁকাল পেট্রোল। ইতিহাস গড়ে শহরে প্রথমবার তিন অঙ্কের ঘরে প্রবেশ করল পেট্রোল। মঙ্গলবার মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ৩৯ পয়সা বেড়ে হল ১০০ টাকা ২৩ পয়সা। ডিজেলের দাম লিটারে বেড়েছে ২৩ পয়সা। নতুন দাম হয়েছে ৯২ টাকা ৫০ পয়সা। দেশজুড়ে প্রতিবাদের মধ্যে ফের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি দাম বাড়াল পেট্রোল, ডিজেলের। জ্বালানির দাম এতটা বেড়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই তার প্রভাব পড়বে বাজারে। গত রবিবার কলকাতাকে পিছনে ফেলে রাজ্যের বেশ কয়েকটি জেলায় সেঞ্চুরি পার করে পেট্রোল। রাজ্যে প্রথমবার পেট্রোলের দাম ১০০-র অঙ্ক টপকে যায় সেদিন। এভাবে দাম বেড়ে চলায় স্বাভাবিকভাবেই চরম সমস্যার মধ্যে পড়েছে পাম্প কর্তৃপক্ষরা। এবিষয়ে সরকারি নজরদারির দাবি জানালেও এখনও পর্যন্ত সুরাহা মেলেনি । যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে আন্দোলনে নামার।হুঁশিয়ারি দেয় ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন।এমনকি যেমস্ত ছোট পাম্প মালিকরা রয়েছে তারা পাম্প বন্ধ করবে বলেও আশঙ্কা করছে। মঙ্গলবার সকালের হিসেব অনুযায়ী, রাজ্যের ২৩ জেলার মধ্যে ১৯টিতেই সেঞ্চুরি পার করেছিল পেট্রোল। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে বিধানসভায় কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী।
রান্নার গ্যাসের দাম গত ৬ মাসে ২৪১ টাকা বেড়েছে। জ্বালানি ও গ্যাসের দামের এই মূল্যবৃদ্ধির অভিনব পদ্ধতিতে প্রতিবাদ জানিয়েছে তৃণমূল, কংগ্রেস ও বামেরা।