পুবের কলম, ওয়েবডেস্ক: সাত সকালে একের পর স্কুলে বোমাতঙ্কের জের। চাঞ্চল্য রাজধানীতে। রবিবার ছুটির পরে সোমবার স্কুল খুলতেই রাজধানীর একাধিক স্কুলে বোমা রাখা আছে বলে খবর ছড়ায়। এদিকে বোমাতঙ্কের জেরে তড়িঘড়ি পড়ুয়ায়ের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। খবর দেওয়া হয় পুলিশ ও বোম্ব স্কোয়াডকে। আশে পাশের বাসিন্দাদেরও সরিয়ে দেওয়া হয়।
বলা বাহুল্য, এদিন জিডি গোয়েঙ্কা স্কুল এবং আর কে পুরমের দিল্লি পাবলিক স্কুল সহ আরও ৪০টি স্কুলে বোমা রাখা হয়েছে বলে মেল আসে। দুটি স্কুল থেকে যথাক্রমে সকাল সোয়া ৬টা এবং ৭টা নাগাদ ফোন আসে দমকলের কাছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, স্কুল কর্তৃপক্ষের কাছে ইমেল পাঠানো হয়েছিল। সেই ইমেলেই লেখা, বোমা রাখা আছে স্কুল চত্বরে। যদি ৩০ হাজার মার্কিন ডলার না দেওয়া হয়, তাহলে বোমাগুলো ফাটিয়ে দেওয়া হবে। ভারতীয় মুদ্রায় এই অঙ্কটা প্রায় ২৫ লক্ষ টাকা। খবর পেয়েই পুলিশ এবং দমকলকর্মীরা এসে তল্লাশি শুরু করে দুটি স্কুল চত্বরে। তবে সন্দেহজনক কিছু মেলেনি।