পুবের কলম, ওয়েবডেস্ক: সংসদে ফের আদানি ইস্যুতে সরব কংগ্রেস। জারি বিক্ষোভ-প্রতিবাদ । সেই বিক্ষোভে নয়া সংযোজন করলেন নির্বাচিত সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি। মঙ্গলবার কাঁধে ব্যাগ নিয়ে সংসদে প্রবেশ করতে দেখা গেল প্রিয়াঙ্কাকে। যার একদিকে মোদি ও আদানির ছবি, অন্যদিকে লেখা ‘মোদি-আদানি ভাই ভাই’। প্রাণপ্রিয় বোনের এহেন কাণ্ড দেখে দূর থেকে মুচকি মুচকি হাসে রাহুল গান্ধি। মন্তব্য করেন ‘কিউট ব্যাগ’। পাশাপাশি ব্যাগটির নকশা কার তৈরি, তা প্রিয়ঙ্কার কাছে জানতে চান রাহুল-সহ অনেকেই।
বলা বাহুল্য, আমেরিকায় আদানিদের বিরুদ্ধে ঘুষ দিয়ে বিদ্যুৎ প্রকল্পের বরাত আদায় করার মারাত্মক অভিযোগ উঠেছে। সেই নিয়ে আদানিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করে আমেরিকার আদালত। এবারের শীতকালীন অধিবেশনে শুরু থেকেই তা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। সংসদভবন চত্বরে দফায় দফায় বিক্ষোভও দেখিয়েছেন তাঁরা। অভিযোগ, বার বার আমেরিকার অভিযোগ নিয়ে আলোচনা চাইলেও, রাজি হয়নি সরকার। সেই আবহেই প্রিয়ঙ্কার ওই ব্যাগ নজর কাড়ল সকলের।