পুবের কলম ওয়েবডেস্কঃ ২০ ফেব্রুয়ারি রবিবার বিকাল ৫ টার সময় আকাদেমি অফ ফাইন আর্টসের সামনে রাণু ছায়া মঞ্চে শুরু হল ২৪ তম বাংলাভাষা উৎসব। ১৯৫২-র ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে এই উৎসব। এবারের যৌথ আয়োজক নবজাগরণ এবং ভাষা ও চেতনা সমিতি।
ইছাপুর সন্ধিক্ষণ নাট্যদলের প্রযোজনা ‘সাইকেল’ এবং কলকাতার প্রতিকৃতি নাট্যদলের নাটক ‘বীরসা মুণ্ডার গান’।এছাড়াও পরিবেশিত হবে লোকনৃত্য, বাউল ফকির গান। এছাড়া হবে মশাল মিছিল।
আসাম ত্রিপুরা বাংলাদেশ পশ্চিমবঙ্গের বহু শিল্পী যোগ দেবেন। আকাদেমির সামনে রাস্তা জুড়ে দেওয়া হয় একুশের আলপনা। ১৯৯৮ থেকেই এই আলপনা দেওয়ার কাজ করে আসছে ভাষা ও চেতনা সমিতি। কোভিড বিধি মেনে হবে অনুষ্ঠান . ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি। মায়ের ভাষাকে রক্ষার জন্য রাজপথে আন্দোলন হয়। উর্দু নয়, বাংলা হবে রাষ্ট্রভাষা এই দাবিতে চলতে থাকে আন্দোলন।পাকিস্তানের সেনার গুলিতে প্রাণদান করে বাংলা মায়ের দামাল ছেলেরা। রক্তস্নাত হয় ঢাকার রাজপথ।
সালাম-বরকত-রফিক-শফিক-জব্বার আরও কত নাম না-জানা সেসব শহীদের আত্মত্যাগে আমরা ফিরে পাই আমাদের প্রাণের ভাষা বাংলা। ইউনেস্কো স্বীকৃতির ফলে ১৯৯৯ সাল থেকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে।
ছবি তুলেছেনঃ সন্দীপ সাহা