পুবের কলম ওয়েবডেস্কঃ বাংলায় আতঙ্ক ছড়াচ্ছে ওমিক্রন। পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। ২০২২ এর প্রথমেই হাজার ছাড়িয়ে যেতে পারে সংক্রমিতের সংখ্যা। এই আশংকা থেকেই বর্ষবরণের উৎসব থেকে বিরত থাকার আর্জি জানাচ্ছেন রাজ্যের চিকিৎসকদের একাংশ।
রাজ্যের প্রবীণ চিকিৎসকদের একাংশের অভিমত বর্ষশেষের সমস্ত পার্টি অবিলম্বে মুলতুবি রাখা হোক।
ওমিক্রন শনাক্ত হতে অনেকটাই সময় লেগে যাচ্ছে। লালারস পাঠাতে হচ্ছে জিনোম সিকোয়েন্সিং পরীক্ষার জন্য। ৭২ ঘণ্টার বেশি সময় লেগে যাচ্ছে। এর মধ্যেই একজন আক্রান্তের থেকে ছড়িয়ে পড়ছে অসুখ।
বিশেষজ্ঞরা বলছেন ইতিমধ্যেই কমপক্ষে ৩২বার স্পাইক প্রোটিনের জিনগত পরিবর্তন হয়েছে। জিনের প্রোটিনের মধ্যে থাকা অ্যামিনো অ্যাসিডও বারবার তার জিনগত চরিত্র বদলিয়েছে।
চিকিৎসকরা বলছেন রাজ্যের প্রচুর মানুষের কোমবির্ডিটি রয়েছে। বিশেষ করে যাদের শ্বাষকষ্ট বা উচ্চ রক্তচাপ রয়েছে, তাদের অবশ্যই বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। সাধারণ মানুষ সচেতন হলে তবেই সংক্রমণে লাগাম টানা সম্ভব।