পুবের কলম, ওয়েবডেস্কঃ ফের কলকাতায় ভেঙে পড়ল বাড়ি। বৃহস্পতিবার কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল একটি পুরনো বাড়ির একাংশ। জখম শিশু। পুরসভার তরফ থেকে জানানো হয়েছে, বাড়িটির বাকি অংশ ভেঙে ফেলা হবে। বৃহস্পতিবার হঠাৎ-ই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটির একাংশ। ঘটনাস্থলে পুলিশ।
কলকাতায় বাড়ি ভেঙে পড়ার ঘটনা নতুন কিছু নয়। চলতি বছরের পুজোর মুখে কলকাতায় রবীন্দ্রসরণীর কাছে ভেঙে পড়ে একটি বাড়ি। বাড়ির তলা দিয়ে সেই সময় যাচ্ছিললেন এক বাইচালক। মৃত্যু হয় ২ জনের। একজনের নাম মহম্মদ তৌফিক ও অন্যজন রাজীব গুপ্তা।
এর আগে চলতি বছরের সেপ্টেম্বর মাসে নিম্নচাপের কারণে টানা বৃষ্টির সময় কলকাতার আহিরীটোলায় ভেঙে পড়ে একটি বাড়ি। প্রাণ যায় ঠাকুমা ও নাতনির। বাড়িটির প্রায় ৮০ শতাংশই ভেঙে পড়ে।