পুবের কলম, ওয়েবডেস্ক: ‘আলু’ নিয়ে রাজনীতি করছে পশ্চিমবঙ্গ সরকার। কখনও আলু সরবরাহে অনুমতি দিচ্ছে তো, কখনও তা বন্ধ করে দিচ্ছে। তবে আর নয়। আমরা আর তাদের কাছে আলু সরবরাহের জন্য অনুরোধ করব না। সব ঠিক থাকলে আগামী দু’বছরের মধ্যে আলু উৎপাদনে স্ব-নির্ভর হবে ওড়িশা। আর কারোর কাছে হাত পাততে হবে না।
আলুর রফতানি প্রসঙ্গে মমতাকে কড়া শব্দে আক্রমণ শানালেন ওড়িশার খাদ্য সরবরাহ এবং উপভোক্তা বিষয়ক মন্ত্রী ক্রুশ্নাচন্দ্র পাত্র। এদিন তিনি আরও বলেন, মমতা ওড়িশায় আলু পাঠাতে নিষেধ করেছেন। তাই তাঁর সঙ্গে কথা বলে কোনও লাভ নেই।
পশ্চিমবঙ্গ সরকার যদি নিজে থেকে আলু পাঠায় তবে তা নেওয়া হবে। রাজ্যে আলুর যোগান কমা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, আলুর ঘাটতি মেটাতে এ বার উত্তরপ্রদেশের উপর ভরসা করছে তারা। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ থেকে আলু রাজ্যে আসতে শুরু করেছে।
অভিযোগ, অভ্যন্তরীণ বাজারের আলুর চাহিদা মেটাতেই হিমশিম খাচ্ছে রাজ্য। রাজ্যে আলুর চাহিদা মিটিয়ে তারপরেই রফতানি করার কথা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরফলে পড়শী রাজ্য ওড়িশায় হু হু করে দাম বেড়েছে আলুর। আর তাতেই বাংলার মুখ্যমন্ত্রী ওপর ক্ষোভ উগরে দিয়েছেন মন্ত্রী ক্রুশ্না।