পুবের কলম ওয়েবডেস্ক খারিজ হয়ে গেল অর্ন্তবর্তী জামিনের আবেদন বলিউড বাদশা শাখরুখ খানের পুত্র আরিয়ানের ঠাঁই হল আর্থার রোড জেলে।
গতকাল বৃহস্পতিবার সাত দিনের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার আদালতে পেশ করা হয় মাদক কান্ডে ধৃত আরিয়ান এবং সহযোগীদের।
আরিয়ান সহ বাকিদের ফের হেফাজত চায় এনসিবি। যদিও তা খারিজ করে দিয়ে ১৪ দিনের জেল হেফাজত দেন বিচারপতি। কিন্তু আরিয়ানের আইনজীবী সতীশ মানসিন্ডে আজ শুক্রবার সকাল ১১টায় অর্ন্তবর্তী জামিন বা ইন্টেরিম বেলের আবেদন জানান । দীর্ঘ শুনানির শেষে অবশ্য মন্নত নয় আর্থার রোড জেলেই ঠাই হল আরিয়ানের।
এই মামলার পরবর্তী শুনানি হবে এনডিপিস আদালতে। উল্লেখ্য গত শনিবার গোয়ার প্রমোদতরী কর্ডেলিয়া থেকে শাহরুখ পুত্র আর ৬ বন্ধু কে রেভ পার্টি থেকে আটক করে এনসিবি, এরপর ১৬ ঘন্টা জেরার শেষে রবিবার গ্রেফতার করা হয় আরিয়ান ও তার বন্ধুদের। সেই থেকে এনসিবি হেফাজতেই রয়েছেন আরিয়ান। খান পরিবারের এই দুঃসময়ে বলিউডের অনেকেই তাদের পাশে দাঁড়িয়েছেন।
আরিয়ানের জন্য খান পরিবার নিয়োগ করে দেশের সবচেয়ে দামী ক্রিমিনাল ল ইয়ার সতীশ মানসিন্ডে কে। রিয়া চক্রবর্তীর আইনজীবী হিসেবেও ছিলেন মানসিন্ডে। তবে হাজার যুক্তি তর্ক খাড়া করেও কিন্তু আরিয়ানের জেলযাত্রা ঠেকাতে পারলেন না তিনি।
সেলেব কিড হিসেবে অবশ্য কোন বাড়তি খাতির পাচ্ছেননা আরিয়ান।গ্রেফতার হওয়ার পর থেকেই খেতে হচ্ছে এনসিবির দেওয়া খাবার। যদিও বিজ্ঞানের বই এবং ন্যাজাল ড্রপের জন্য যে আবেদন করেন তা মঞ্জুর করা হয়।