পুবের কলম প্রতিবেদকঃ গড়িয়াহাটে শিল্পকর্তা খুনে ধৃত প্রাক্তন পরিচারিকাকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। বুধবারই ওই পরিচারিকা মিঠু হালদারকে গ্রেফতার করেন গোয়েন্দারা। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হলে তাকে ৩ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।
গত রবিবার একটি ইঞ্জিনিয়ারিং সংস্থার মালিক সুবীর চাকি ও তাঁর গাড়ির চালককে গড়িয়াহাটের ৭৮ নম্বর কাকুলিয়া রোডের বাড়িতে খুন করা হয়। এরপরেই তদন্তে নামেন লালবাজারের গোয়েন্দারা।
এরপরেই তার বাড়ির প্রাক্তন পরিচারিকা মিঠু ওই পরিচারিকার ছেলে এবং আরও এক পরিচিতকে আটক করে পুলিশ। পরে মিঠুকে গ্রেফতার করা হলেও ছেড়ে দেওয়া হয় বাকি দু’জনকে তারা মূলত বাড়ি বিক্রির দালালির কাজ করত।
এ দিন সরকারি আইনজীবী আদালতে জানান, এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত করে আরও পাঁচজনের নাম পাওয়া গিয়েছে। যারা এই খুনের ঘটনায় জড়িত থাকতে পারে। যদিও তারা পলাতক রয়েছে। তাদের মোবাইল টাওয়ার লোকেশন বারবার পরিবর্তন হচ্ছে। সেই কারণে তাদের হদিশ পেতে সমস্যা হচ্ছে গোয়েন্দাদের। ফলে তারা কোথায় থাকতে পারেতার জন্য ধৃতকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। সেই কারণে এ দিন আদালতে ধৃতের ১৪ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে আর্জি জানান সরকারি আইনজীবী। আইনজীবী এ দিন আদালতে মিঠুর বিরুদ্ধে খুনের পরিকল্পনা ও ষড়যন্ত্রের অভিযোগ তোলেন।
পুলিশের তরফে এ দিন আদালতে সিজার লিস্ট দেওয়া হয়। অর্থাৎ ঘটনাস্থল থেকে কী কী উদ্ধার হয়েছে তার তালিকা এ দিন আদালতকে দেওয়া হয়। জানা গিয়েছে ঘটনার পর দু’জন কসবার দিকে যায় এবং বাকিরা যায় ঢাকুরিয়া।