কলকাতাSaturday, 23 October 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুকের ম্যাসেঞ্জারে নয়া ফিচার, দেখুন কি ভাবে পাবেন মুঠো ফোনে?

mtik
October 23, 2021 5:28 pm
Link Copied!

পুবের কলম ওয়েবডেস্কঃ বর্তমান সময়ে দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। যে কোন অনুভূতিই হোক বা জীবনে নতুন কোন প্রাপ্তি আমরা তা ভাগ করে নিই  সোশ্যাল মিডিয়ায়।

এছাড়াও রয়েছে ম্যাসেঞ্জার, যাতে ভিডিও কল বা চ্যাটিংয়ের মধ্যে দিয়ে নতুন বন্ধুদের সঙ্গে যুক্ত থাকাও যায়।

এবার ম্যাসেঞ্জার এবং ম্যাসেঞ্জার রুমের জন্য নয়া ভিডিও ফিচার আনল জুকারবার্গের মালিকানাধীন এই সংস্থা।

আসলে এটি হল এক ধরনের এআর ফিল্টার। গ্রুপ ভিডিও কল বা ম্যাসেঞ্জারে রুমসে অন থাকার সময় সকলেই এই ফিচার ব্যবহার করতে পারবেন। ইন্সটাগ্রামেও এই ফিচার ব্যবহার করতে পারবেননা ইউজাররা।

ম্যাসেঞ্জার অ্যাপ খুলে রুম অপশন থেকে একটি রুম বানিয়ে নিন প্রথমে। এবার বন্ধুদের ভিডিও কল করুণ বা  গ্রুপ ভিডিও চ্যাট শুরু করে স্মাইলি অপশনে ক্লিক করুণ।এবার দেখতে পাবেন আপনার সামনে একের পর এক ফিচার চলে আসছে। আপনি যাদের সঙ্গে চ্যাটিং করছেন তারা সকলেই এই ফিচারটি ব্যবহার করতে পারবেন।

নয়া ফিচারে ফ্লিটারটি ব্যবহার করতে পারলেই জানবেন যে ফিচারটি সফল ভাবে ইন্সটল করটে পেরেছেন। তারপর আর কি ভেসে যান সোশ্যাল মিডিয়ার এই রঙিন  জগতে।