পুবের কলম ওয়েবডেস্ক: নিত্যনতুন ফিচার সংযোজিত করছে এই মূহুর্তে বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং আ্যপ হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপে ক্যামেরা শর্টকাট ফিচার নতুন নয়। ২০২০ সালে প্রথম এই ফিচার যুক্ত করেছিল হোয়াটসঅ্যাপ। তবে সে সময় শুধু অ্যান্ড্রয়েডেই এসেছিল এই ফিচারটি। তবে এবার আইফোনের জন্য আনা হচ্ছে বিশেষ এই ফিচারটি।
সম্প্রতি হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ডব্লিউবিটাইনফোর একটি স্ক্রিনশটে তারইই ইঙ্গিত মিলেছে। সেখানে দেখা গেছে হোয়াটসঅ্যাপ আইফোন ব্যবহারকারীদের জন্য একটি ক্যামেরা শর্টকাট নিয়ে কাজ করছে।
হোয়াটসঅ্যাপের ক্যামেরা শর্টকাট ব্যবহারকারীদের দ্রুত অ্যাপের মধ্যে ক্যামেরা অ্যাক্সেস করতে দেয়। বর্তমানে হোয়াটসঅ্যাপ একটি পৃথক ক্যামেরা ট্যাব অফার করে তার ইউজারকে, তবে এটি পরে কমিউনিটি ট্যাবের সঙ্গে যুক্ত করা হবে। যদিও অ্যান্ড্রয়েড ভার্সনে সমস্যার কারণে এই ফিচার পরে বাদ দেওয়া হয়েছিল। কবে এই ফিচার স্টেবল ভার্সনে আসবে তা এখনো জানা যায়নি।