পুবের কলম, ওয়েবডেস্ক: বলিউড অভিনেত্রী জিয়া খানের মৃত্যুর ঘটনায় তার মায়ের পূণর্তদন্তের আর্জি খারিজ করে দিল বম্বে হাই কোর্ট। জিয়া খানের মা তার মেয়ের মৃত্যুর ঘটনায় বলিউডের বর্ষীয়ান অভিনেতা আদিত্য পাঞ্চোলির ছেলে সরোজ পাঞ্চোলির বিরুদ্ধে পূণর্তদন্তের আবেদন জানিয়েছিলেন। আদালত জিয়া খানের মায়ের সেই আবেদন খারিজ করে দিল। জিয়ার মা রাবেয়া খানের অভিযোগ, তার মেয়ে খুন করা হয়েছে।
সোমবার বম্বে হাইকোর্ট রাবেয়া খানের পূণর্তদন্তের আর্জি খারিজ করে দেয়। রাবেয়া খান, হাইকোর্টে দায়ের করা তার আবেদনে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) এর সহায়তায় একটি স্বাধীন এবং বিশেষ সংস্থার মাধ্যমে মামলার নতুন তদন্ত চেয়েছিলেন। অভিনেত্রীর মৃত্যুর ঘটনায় বিচারপতি এ এস গড়করি ও বিচারপতি এম এন যাদবের ডিভিশন বেঞ্চ জানায়, তাদের তদন্তকারী সংস্থার উপরে বিশ্বাস আছে। রাবেয়া খানের মতে, তার মেয়েকে খুন করা হয়েছে। স্বচ্ছ তদন্ত হচ্ছে না। তার আইনজীবী শেখর জগতাপ এবং সাইরুচিতা চৌধুরী যুক্তি দিয়েছিলেন যে মামলাটি প্রথমে মুম্বাই পুলিশ দ্বারা তদন্ত করা হয়েছিল সেখানে ‘কিছু ত্রুটি এবং ভুল পদ্ধতির’ লক্ষ্য করে, রাবেয়া খান হাইকোর্টে যান পরে। ২০১৪ সালে তদন্তটি সিবিআইতে স্থানান্তরিত হয়। রাবেয়া খানের অভিযোগ, সিবিআই তদন্তেও কিছু ভুল, ত্রুটি ধরা পড়েছে। এদিন আদালতে সিবিআইয়ের পক্ষে উপস্থিত হয়ে আইনজীবী সন্দেশ পাটিল বলেন, তারা মামলাটি সুষ্ঠুভাবে তদন্ত করেছে। বেঞ্চ রাবিয়া খানের আবেদন খারিজ করে বলে, এই মামলায় বিস্তারিত আদেশ পরে দেওয়া হবে।
উল্লেখ্য, ৯ বছর আগে মৃত্যু হয় বলিউড অভিনেত্রী জিয়া খানের। এই ঘটনায় তদন্ত করছে সিবিআই। অভিনেত্রীর মৃত্যুর ঘটনায় অভিনেতা আদিত্য পাঞ্চোলির ছেলে সরোজ পাঞ্চোলির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে। ২০১৩ সালের ৩ জুন মুম্বই রেসিডেন্স থেকে অভিনেত্রী জিয়া খানের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।