পুবের কলম, ওয়েবডেস্ক: হিজবুল্লাহর ড্রোন হামলার ভয়। ছেলের বিয়ে পিছোলেন রক্তপিপাসু নেতানিয়াহু। জানা গেছে,অনেক আগে থেকেই আভনার নেতানিয়াহুর বিয়ের কথা চলছিল। দিনক্ষণও ঠিক হয়ে আছে। তবে বিয়ের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছেন ছেলের বাবা বেঞ্জামিন নেতানিয়াহু। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ছেলের বিয়েতে আপত্তি জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, আগামী ২৬ নভেম্বর উত্তর তেল আবিবের শ্যারন অঞ্চলের রনিত ফার্মে আভনার বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়েছে। তবে বেঞ্জামিন নেতানিয়াহু ও সহযোগী আধিকারিকদের দাবি, নির্ধারিত সময়ে অনুষ্ঠানটি করা হলে অংশগ্রহণকারীদের জন্য ঝুঁকির কারণ হতে পারে। চলতি মাসের ১৯ তারিখে লেবানন থেকে হিজবুল্লাহর ছোড়া একটি ড্রোন নেতানিয়াহুর সিজারিয়া শহরের বাসভবনের বেডরুমে আঘাত হানে। বিস্ফোরণের ফলে তার বাসভবনের ক্ষয়ক্ষতিও হয়।
তবে উক্ত দিনে ঘরে কেউ উপস্থিত না থাকার কারণে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এই ঘটনাতে ইসরাইলের সতর্কতা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলে অনেকে। শুধু তাই নয়, সিজারিয়ায় ড্রোন প্রবেশের সময় কোনো সতর্কতা সাইরেন বাজেনি বলেও জানা গেছে। এই আবহে ছেলের বিয়েতে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ নেতানিয়াহু।