পুবের কলম প্রতিবেদক: কিছুদিন আগেই মিটেছে রাজ্য বিধানসভার নির্বাচন। ফের রাজ্যে অকাল ভোটের দামামা বেজেছে। নির্দিষ্ট সূচি মেনে আগামী ১২ এপ্রিল কলকাতার বালিগঞ্জ বিধানসভা ও পশ্চিম বর্ধমানের আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। তা নিয়ে চলেছে জোরকদমে প্রচার। কেউ কাউকে মাটি ছাড়তে নারাজ। আগামী ৭ তারিখ দলীয় প্রার্থীর হয়ে রোড-শো করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে বালিগঞ্জ বিধানসভার সিপিআইএম প্রার্থী তথা ভাইঝি সায়রা শাহ হালিমের হয়ে ভোট চেয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ।
নাসির উদ্দিন শাহ বরাবরই বিজেপি বিরোধী। তিনি অবশ্য প্রত্যক্ষ রাজনীতি করেন না। তবে বালিগঞ্জের সিপিআইএম প্রার্থীর হয়ে ভোট চেয়েছেন। এক ভিডিয়ো বার্তায় নাসিরউদ্দিন শাহ বলেন, কোনও রাজনৈতিক দলের হয় নয়, নিজের আত্মীয়ের জন্যই তিনি প্রচার করেছেন। তাঁর কথায়, আমি কোনও রাজনৈতিক দলের হয়ে প্রচার করছি না। ব্যক্তিগতভাবে আমি বামপ্রার্থী সায়রা শাহ হালিমের হয়ে প্রচার করছি। আমার ভাইয়ের মেয়ে হিসেবে ওকে আমি ছোটবেলা থেকে চিনি। আমি সব সময়ই দেখেছি, সায়রা সাহসী, দায়িত্ব কাঁধে নিয়ে মানুষের কাজ করতে পছন্দ করেন।
নাসির উদ্দিন শাহ আরও বলেন, বালিগঞ্জের ভোটারদের বেছে নিতে হবে তারা বিধায়ক হিসেবে দায়িত্ববান, কর্তব্যপরায়ণ কাউকে বেছে নেবে, না কি স্বার্থপর, বিদ্বেষকারীকে ভোট দেবেন।
প্রসঙ্গত, ২০২১ সালের কালী পূজোর দিন বালিগঞ্জের দীর্ঘদিনের বিধায়ক তথা রাজ্যের বর্ষীয়ান মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় মারা যান। তারপর বালিগঞ্জ আসনটি ফাঁকা ছিল। সেখানে ভোট হবে। অন্যদিকে আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দিয়েছেন, ছেড়েছেন সাংসদ পদও। তাই সেই আসনেও উপনির্বাচন অবশ্যম্ভাবী ছিল। নির্বাচন কমিশন ঘোষণা করে, ১২ এপ্রিল আসানসোলের সঙ্গে বালিগঞ্জেও উপনির্বাচন হবে। সেই মতো বিভিন্ন রাজনৈতিক দল প্রচার শুরু করেছে। এবার ভাইঝির হয়েই প্রচার করলেন বিশিষ্ট অভিনেতা নাসির উদ্দিন শাহ।