কলকাতাTuesday, 30 November 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ

কুড়িয়ে পাওয়া মানিব্যাগ ফেরালেন নাসিম, স্বস্তি অমিতের

mtik
November 30, 2021 6:25 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদক:­ রাস্তাঘাটে অনেকেরই ব্যাগ বা অন্যান্য জিনিসপত্র হারিয়ে যায়। বেশিরভাগ সময় দেখা গিয়েছে– হারানো জিনিস ফেরত পাওয়া যায় না। কিন্তু– এমন কিছু মানুষ আছেন যাঁরা– নিজেরাই খোঁজ নিয়ে হারানো ব্যক্তির জিনিসপত্র ফেরত দেন। তাদেরই একজন নাসিম মল্লিক। সোমবার তিনি একটি মানিব্যাগ কুড়িয়ে পান। নিজেই ম্যানিব্যাগে থাকা ফোন নম্বরে যোগাযোগ করেন। জানিয়ে দেন নিজের বর্তমান ঠিকানা। তারপর ফেরত দেন মানিব্যাগ।

প্রসঙ্গত– এদিন শোভাবাজার থেকে বালিগঞ্জ যাচ্ছিলেন অমিত দাস (৪৩)। কিন্তু তাঁর মনে নেই কখন পকেট থেকে মানিব্যাগ পড়ে গিয়েছে। বালিগঞ্জে পৌঁছে এদিক-ওদিক দেখতেও থাকেন। এরই মধ্যে তাঁর কাছে একটি অজানা মোবাইল নম্বর থেকে ফোন আসে। ফোনের অপরপ্রান্ত থেকে বলা হয়, কিছু হারিয়েছে কিনা। অমিতবাবু সবটা খুলে বলেন। জানা যায়- রাজাবাজারের কাছে মানিব্যাগ কুড়িয়ে পেয়েছেন নাসিম। তাতে টাকা-পয়সা ছাড়াও গুরুত্বপূর্ণ কিছু কাগজও ছিল। সে সবের মূল্যে বুঝেই নাসিম তার সঙ্গে থাকা আর এক বন্ধু রাজা মল্লিক-এর মারফত অমিতকে খবর দেন। ট্যাংরা থেকে মানিব্যাগ ও তার মধ্যে থাকা জিনিসপত্র ফেরত নিয়ে আসেন অমিত।

জানা গিয়েছে, নাসিম ও রাজা একটি ছাপাখানায় কাজ করেন। রাজাবাজারে করোনা ভ্যাকসিন নিতে গিয়েছিলেন। তখনই তারা অমিতের মানিব্যাগ কুড়িয়ে পান। তারপর এসব ঘটে। নিজের মানিব্যাগ ফেরত পেয়ে মিষ্টি খাওয়ানোর জন্য জোরও করেন অমিত।

কিন্তু নাসিম ও রাজা মল্লিক উত্তর দেন, ইসলামে দৃষ্টিতে কারও জিনিস নিজের কাছে আমানত হিসাবেই থাকে। ফেরত দিতে পারলাম মানে একটি আমল করলাম। এমন উত্তরে কিছুটা হতবাক অমিত দাস। মনে মনে বলেও ওঠেন- কে বলেছে সততা ও মানবতা নেই!