ফ্লোরিডা, ১৮ অক্টোবর: বৃহস্পতির চাঁদে পানির সন্ধানে মহাকাশযান পাঠিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
বিজ্ঞানীদের ধারণা, বৃহস্পতির চাঁদে গুপ্ত সমুদ্র থাকার সম্ভাবনা আছে। সোমবার ফ্লোরিডা থেকে নাসার এই মহাকাশযানের উৎক্ষেপণ হয়। স্পেসএক্সের ফ্যালকন রকেট বৃহস্পতির চাঁদ ইউরোপার দিকে পাড়ি দিয়েছে। সাড়ে পাঁচ বছর পর মহাকাশযান সেখানে পৌঁছাতে পারবে। এই অভিযানের নাম ইউরোপা ক্লিপার। নাসা জানিয়েছে, এখনও পর্যন্ত সবকিছু ঠিক আছে। এই অভিযান সফল হলে ইউরোপা সম্পর্কে নতুন তথ্য পাওয়া যাবে।
Also Read: হেফাজতে ৮৯ বন্দী মৃত্যুতে সাড়ে ৪ কোটি ক্ষতিপূরণের সুপারিশ মানবধিকার কমিশনের
বিজ্ঞানীরা নিশ্চিত হতে পারবেন, সেখানে কোনও গুপ্ত সমুদ্র আছে কি না। নাসার কর্মকর্তা জিনা ডিব্র্যাসিও জানিয়েছেন,
‘ইউরোপাতে প্রাণ আছে কি না, সেটা দেখার জন্য অভিযান নয়, আমরা দেখতে চাইছি, ইউরোপা বাসযোগ্য হতে পারে কি না। আমরা শক্তির উৎস দেখতে চাইছি, আমরা সেখানকার পরিবেশ বুঝতে চাইছি।’
এই মিশনের খরচ ৫২০ কোটি মার্কিন ডলার।
জেট প্রোপালশন ল্যাবরেটরির ডিরেক্টর লরি লেশিন বলেছেন, ‘আমাদের কাছে একটা মহান দিন। আমরা খুবই উত্তজিত বোধ করছি।’ ২০৩০ সাল নাগাদ এই মহাকাশযান বৃহস্পতির কাছে পৌঁছাবে। ২১ দিনে একবার তা বৃহস্পতিকে প্রদক্ষিণ করবে। ইউরোপা ক্লিপার প্রোগ্রামের বিজ্ঞানী কার্ট নিইবুর বলেছেন, ‘যদি বৃহস্পতির চাঁদে কোনও ধরনের জীবনের সন্ধান পাওয়া যায়, তাহলে ভাবুন তার অর্থ কী হবে।’ তিনি বলেন, ‘ইউরোপা যদি বাসযোগ্য হয় তাহলে নতুন দিগন্ত খুলে যাবে।’
2 Comments
Pingback: ২০২৫ সালের মধ্যে নির্বাচন হতে পারে: আইন উপদেষ্টা
Pingback: আরজি কর আবহে দিল্লির এইমসে শ্লীলতাহানি, অভিযুক্ত মুখ্য নিরাপত্তা রক্ষী