পুবের কলম, ওয়েবডেস্কঃ পুরনো ঐতিহ্য মেনে ২৫ শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্ম জয়ন্তী পালন করল নব নালন্দা। নব নালন্দা স্কুল ভবন সংলগ্ন বুলেভার্ডে অনুষ্ঠিত হয়ে গেল এই প্রভাতী রবীন্দ্র-স্মরণ অনুষ্ঠান।
নব নালন্দার অসংখ্য ছাত্র-ছাত্রী, প্রাক্তনী, শিক্ষক-শিক্ষিকা ও বিশিষ্ট শিল্পীরা অংশগ্রহণ করেন রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানে। তবে প্রকৃতির বিরূপতার কারণে পূর্ব নির্ধারিত সূচি অনুসারে, অনুষ্ঠান সম্পূর্ণ করা সম্ভব হয়নি।
নব নালন্দা গ্রুপ অফ স্কুলস এর প্রিন্সিপাল অরিজিৎ মিত্র জানালেন, খুব শীঘ্রই আমরা তারা রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান নিয়ে ফিরছেন।
এদিন একক আবৃত্তি ও সঙ্গীত পরিবেশনে ছিলেন প্রণতি ঠাকুর,, ব্রততী বন্দ্যোপাধ্যায়, শোভন সুন্দর বসু, সুতপা বন্দ্যোপাধ্যায়, প্রবুদ্ধ রাহা, অলক রায় চৌধুরী, চন্দ্রাবলী রুদ্র দত্ত, অ্যারিনা মুখোপাধ্যায়, শীর্ষ রায়, অদিতি গুপ্ত সিসপিয়া বন্দ্যোপাধ্যায়, প্রিয়াঙ্গী লাহিড়ী, দেবাদৃত চট্টোপাধ্যায় প্রমুখ।