শ্রীনগর, ২৪ জানুয়ারিঃ অবশেষে কাটল রহস্যের জট। অজানা অসুখ বা বিষাক্ত কুয়োর জল নয়। কাশ্মীরের রাজৌরির গ্রামে ১৭ জনের মৃত্যুর নেপথ্যে রয়েছে ক্যাডমিয়াম টক্সিন নামক বিষাক্ত পদার্থ। গত এক মাস ধরে এই অজানা রোগ রাজৌরির বাধাল গ্রামে সৃষ্টি করেছিল আতঙ্কের পরিবেশ। একের পর এক মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছিল স্থানীয় সহ চিকিৎসকরা। তদন্তে নেমেছিল স্বরাষ্ট্র মন্ত্রকের একটি বিশেষ দল। অবশেষে ভেদ হল রহস্য।
ঘটনাপ্রসঙ্গে সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ জানান, আক্রান্তদের শরীরের নমুনা লখনৌয়ের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টক্সিকোলজি রিসার্চে পরীক্ষা করা হয়। সেখানেই ক্যাডমিয়াম শনাক্ত হয়। তবে আক্রান্তদের শরীরে এই বিষাক্ত পদার্থ কি ভাবে প্রবেশ করল তা তদন্ত সাপেক্ষ। ক্যাডমিয়াম অত্যন্ত বিষাক্ত একপ্রকার ধাতু যা শরীরের নানা রোগের কারণ হতে পারে। দূষিত বায়ু , খাবার বা জল পানের কারণেও ক্যাডমিয়াম বিষক্রিয়া ঘটতে পারে।
গত বছর ডিসেম্বরের শুরু থেকেই অজানা রোগে জর্জরিত ছিল রাজৌরির প্রান্তিক গ্রামটি। মৃতদের ১৪ জন শিশু। গত দু’দিনে আরও ছয় শিশু এই অজানা রোগে আক্রান্ত হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন তারা। তাদের রাখা হয়েছে আইসোলেশন ওয়ার্ডে।