১৩ জুলাই ২০২৫, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কেজি প্রতি ১ টাকা দাম কমল আমুল দুধের

ইমামা খাতুন
  • আপডেট : ২৪ জানুয়ারী ২০২৫, শুক্রবার
  • / 130

পুবের কলম প্রতিবেদকঃ  কেজি প্রতি এক টাকা দাম করল তিন ধরণের দুধের। বাজার চলতি আমুল গোল্ড, আমুল তাজা ও আমুল টি স্পেশাল , এই তিনধরনের দুধের দাম কমানো হল। এক লিটারের প্রতি প্যাকেট এক টাকা করে দাম কমল।

সংস্থার তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আমুল গোল্ডের এক লিটারের দাম ছিল ৬৬ টাকা, তা কমে দাঁড়াল ৬৫ টাকা। আমুল টি স্পেশালের দাম ৬২ টাকা ছিল। নতুন দাম ৬১ টাকা। আর আমুল তাজা ৫৪ টাকার বদলে হয়েছে ৫৩ টাকা। কমবে আধ লিটারের প্যাকেট দুধের দামও। গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের তরফে ম্যানেজিং ডিরেক্টর জয়েন মেহতা নতুন দামের কথা ঘোষণা করেছেন।

দুধের চাহিদা থাকে আমজনতার ঘরে ঘরে। ছোট থেকে বড়, সকলের কাছেই রোজকার প্রয়োজনীয় পানীয়। তার দাম লাগামছাড়া হলে সবচেয়ে সমস্যা হয় শিশু, বৃদ্ধদের। সেকথা মাথায় রেখে মূল্যবৃদ্ধির সঙ্গে লড়েই দাম হ্রাস করা হয়েছে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কেজি প্রতি ১ টাকা দাম কমল আমুল দুধের

আপডেট : ২৪ জানুয়ারী ২০২৫, শুক্রবার

পুবের কলম প্রতিবেদকঃ  কেজি প্রতি এক টাকা দাম করল তিন ধরণের দুধের। বাজার চলতি আমুল গোল্ড, আমুল তাজা ও আমুল টি স্পেশাল , এই তিনধরনের দুধের দাম কমানো হল। এক লিটারের প্রতি প্যাকেট এক টাকা করে দাম কমল।

সংস্থার তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আমুল গোল্ডের এক লিটারের দাম ছিল ৬৬ টাকা, তা কমে দাঁড়াল ৬৫ টাকা। আমুল টি স্পেশালের দাম ৬২ টাকা ছিল। নতুন দাম ৬১ টাকা। আর আমুল তাজা ৫৪ টাকার বদলে হয়েছে ৫৩ টাকা। কমবে আধ লিটারের প্যাকেট দুধের দামও। গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের তরফে ম্যানেজিং ডিরেক্টর জয়েন মেহতা নতুন দামের কথা ঘোষণা করেছেন।

দুধের চাহিদা থাকে আমজনতার ঘরে ঘরে। ছোট থেকে বড়, সকলের কাছেই রোজকার প্রয়োজনীয় পানীয়। তার দাম লাগামছাড়া হলে সবচেয়ে সমস্যা হয় শিশু, বৃদ্ধদের। সেকথা মাথায় রেখে মূল্যবৃদ্ধির সঙ্গে লড়েই দাম হ্রাস করা হয়েছে।