পুবের কলম প্রতিবেদক: কলকাতা তথা দেশের ঐতিহ্যবাহী নাট্যমঞ্চ ‘স্টার থিয়েটার’-এর নাম বদল করে ‘বিনোদিনী’ থিয়েটার নামকরণের কথা সন্দেশখালির সভা থেকে ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সোমবার মুখ্যমন্ত্রীর ওই ঘোষণার পরেই দ্রুত তৎপরতা শুরু করেছে কলকাতা পুর সংস্থা। তড়িঘড়ি স্টার থিয়েটারের নাম পরিবর্তন করে নয়া নামকরণের জন্য কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে বিজ্ঞপ্তি দিয়ে নাম বদলের সিদ্ধান্তকে কার্যকরী করল কলকাতা পুর কর্তৃপক্ষ। পাশাপাশি স্টার থিয়েটারের নাম পরিবর্তন করে ‘বিনোদিনী’ থিয়েটারের নামকরণ করা নিয়ে বিজ্ঞপ্তি জারি করল কলকাতা পুর সংস্থা। নয়া নির্দেশিকা জারির পাশাপাশি কলকাতার বিধান সরণিতে অবস্থিত ‘স্টার থিয়েটার’-এর নাম সরিয়ে বিনোদিনী থিয়েটারের বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে পুরসভার পক্ষ থেকে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কলকাতা পুরসভার মেয়র পারিষদ (হেরিটেজ বিভাগ) স্বপন সমাদ্দার জানান, স্টার থিয়েটারের নামকরণ আসলে নটি বিনোদিনীর নামেই হওয়ার কথা ছিল। কিন্তু তৎকালীন পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার ফলে বিনোদিনীর বদলে স্টার থিয়েটার নামকরণ করা হয়েছিল।’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় আমরা খুশি। তিনি ইতিহাসকে সাক্ষী রেখেই এই পদক্ষেপ গ্রহণ করেছেন বলেও জানান স্বপন সমাদ্দার। অন্যদিক, নয়া নামকরণ প্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালির সভামঞ্চ থেকে স্টার থিয়েটারের নাম পরিবর্তন করার ঘোষণা করেছিলেন। ওই ঘোষণার পরেই আমরা সেটা কার্যকরী করার জন্য বিজ্ঞপ্তি জারি করেছি। পুরসভার উদ্যোগে ফলক পরিবর্তন করা হয়েছে বলেও জানান মেয়র ফিরহাদ হাকিম।
ব্রেকিং
- ওয়েস্ট ব্যাঙ্কে বন্ধ আল-জাজিরার সম্প্রচার
- আজমীর শরিফে চাদর পাঠালেন প্রধানমন্ত্রী
- জেলেই থাকবেন চিন্ময় দাস, শুনানিতে আসামিপক্ষের ১১ আইনজীবী
- লন্ডনের মেয়র সাদিক খানকে নাইটহুড সম্মান
- ফের পারদ পতন, সপ্তাহের শেষে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরের জেলায়
- আলু নিয়ে কালোবাজারি, ডিজি ও মুখ্যসচিবকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ মমতার
- নবান্নে শুরু প্রশাসনিক বৈঠক
- শেষ লড়াই! ১০ দিন পর মায়ের কোলে ছোট্ট চেতনার নিথর দেহ
- ৬৫ কোটি টাকার সাইবার জালিয়াতি! গ্রেফতার ২
- মাদক খাইয়ে বান্ধবীকে ধর্ষণ! গ্রেফতার গড়ফার যুবক
- গাড়িতে ভাঙচুর, নিজের গড়েই আক্রান্ত আরাবুল ইসলাম
- উমরাহ পালনের সর্বোচ্চ রেকর্ড, বায়তুল্লাহ্য় মেহমান ৬২ লক্ষ মু’মিন