সেখ কুতুবউদ্দিন: প্রতিটি মানুষের হাতে এসেছে মোবাইল। আর ঘরে ঘরে টেলিভিশন। তবে টেলিভিশনের সুইচ অফ থাকলেও মোবাইল বন্ধ থাকে না। কখনও একে অপরের সঙ্গে কথা, কখনও তথ্য অনুসন্ধান। তবে আবাল বৃদ্ধ থেকে শুরু করে সকলের অধিকাংশ সময়টা কাটে এন্টারটেনমেন্ট-এ। আগে সিনেমা হল ছিল শহর থেকে মফস্বলে। এখন আর নেই। রয়েছে কয়েকটি মাল্টিপ্লেক্স সিনেমা হল। সেখানেও যাওয়ার সময় নেই। তাছাড়া তিন ঘন্টা ধরে সিনেমা। সেই সময়টাও কম নয়। এখন অনেকের কাছে প্রিয় হয়ে উঠেছে খুব কম সময়ের তথ্যচিত্র বা সিনেমা। অনলাইন বা মোবাইলের মাধ্যমেই মনোরঞ্জন করছেন বড় থেকে ছোটরা।
মানুষের চাহিদা মেটাতে আত্মপ্রকাশ করেছে বাংলার নতুন ওটিটি প্ল্যাটফর্ম। ওটিটি (ওভার-দ্য-টপ) হল অনুরোধে ইন্টারনেটে টেলিভিশন এবং ফিল্ম সামগ্রী সরবরাহ করার একটি মাধ্যম। মোবাইল বা ট্যাবের স্ক্রিনে সিনেমা দেখার শুরু। কখনও বা এই প্ল্যাটফর্মের জন্যই তৈরি হচ্ছে নিজস্ব কনটেন্ট। দর্শকের অভ্যেস বদলে যাচ্ছে ক্রমশ। জনপ্রিয় হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম।
‘শাটার রিদম’-এর ভিডিয়ো এবং মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ক্লিক’ যাত্রা শুরু হয়েছে। অরিজিনাল শর্ট ফিল্ম তৈরির ভাবনা রয়েছে নির্মাতাদের। দর্শকরা তাও দেখতে এবং শুনতে পাবেন এই ওটিটি প্ল্যাটফর্মে।
শাটার রিদম- এর পক্ষ থেকে পিনাকী ঘোষের দাবি, ভারতের প্রথম ওটিটি হিসেবে অডিয়ো ট্যাবের ব্যবস্থা করছেন কর্তৃপক্ষ। পিনাকী ঘোষের বক্তব্যে সহমত হয়ে কো-পার্টনার সোনালি সেনগুপ্ত বলেন, এই চলচ্চিত্রের মাধ্যমে মানুষের চাহিদা পূরণ করতে পারবো, এই আশা রাখি।
এছাড়াও শুরুতেই দু’টো অরিজিনাল ওয়েব সিরিজ লঞ্চ করা হয়েছে। প্রথমটি ‘ অনামিকা’। ‘অনামিকা’ শর্ট ফিল্ম- এর কাজও চলছে। ৩৫ মিনিটের এই চলচ্চিত্রের মাধ্যমে মহিলাদের জীবন এবং সামাজিক প্রেক্ষাপট তুলে ধরা হচ্ছে। নারীদের সামাজিক জীবন নিয়ে এই সিনেমা। মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেত্রী ও মডেলিস্ট সোনালি সেনগুপ্ত এবং সন্দীপ চক্রবর্তী। প্রযোজক পিনাকী ঘোষ। পরিচালনায় সুমন্ত ব্যানার্জি।
পাশাপাশি সিনেমা, তথ্যচিত্র সহ চলচ্চিত্র জগতে জায়গা করে দিতে ‘সাটার রিদম’-এর উদ্যোগে ফ্যাসান ডিজাইন, পোর্ট ফোলিও এবং ফটোগ্রাফি শেখাতে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাটুলি-বাগুইহাটি-দমদম এলাকায় এই প্রশিক্ষণ কেন্দ্র খোলা হবে। কম খরচে শিক্ষার্থীদের প্রশিক্ষণের পর বিশেষ সুযোগ ও সার্টিফিকেট প্রদান করা হবে। কোর্সগুলি থাকবে ৬ মাস থেকে ১ বছরের মধ্যে। ইতিমধ্যে সংস্থার পক্ষ থেকে ডিজিটাল টিভি (এসআর টিভি) লঞ্চ করা হয়েছে।
ছোট দৈর্ঘ্যের একটি ছবির আড়ালে প্রোডাক্টের বিজ্ঞাপন৷ ছোট দৈর্ঘ্যের ছবি দিয়ে বন্যপ্রাণ সংরক্ষণ থেকে গ্রামে গ্রামে খরার চিত্র তুলে ধরা। তেমনই একটি তথ্যচিত্র সম্প্রতি জাতীয় পুরস্কারের স্বীকৃতি পেয়েছে। কিন্তু সেখানেই শেষ নয়। পাঁচ মিনিট, ছ’মিনিট, দশ মিনিট থেকে আধ ঘণ্টার খুদে ছবি বা শর্ট ফিল্ম নিয়ে আগ্রহ এখন তুঙ্গে।