পুবের কলম প্রতিবেদকঃ রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের হার অনেকটাই কমেছে। কিন্তু সারা বিশ্বে করোনা সংক্রমণ খুব বেশি না কমায় ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছে (ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন,’হু’)। এরই মধ্যে আছড়ে পড়তে চলেছে করোনার দ্বিতীয় ঢেউ। এ নিয়ে সতর্ক রাজ্য সরকার। এই পরিস্থিতিতে জোরকদমে চলছে টিকাকরণ। সেই তালিকায় বাদ নেই কলকাতা মেট্রো কর্তৃপক্ষও। মেট্রোর কর্মীদের যাতে দ্রুত কোভিড টিকা দেওয়া হয় এবার তার সময়সীমা বেঁধে দেওয়া হল। মেট্রোর যে সমস্ত কর্মী এখনও টিকা পাননি আগামী ৩১ জুলাইয়ের মধ্যে তাদের টিকাকরণ শেষ করার নির্দেশ দিলেন মেট্রোর জেনারেল ম্যানেজার মনোজ যোশি।
সোমবার এ নিয়ে মেট্রোর অন্যান্য আধিকারিকদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন জেনারেল ম্যানেজার।
মেট্রো সূত্রে খবর, তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় কর্মীদের সুরিক্ষত করতে দ্রুত তাদের টিকাকরণ পর্ব শেষ করতে চাইছেন কর্তৃপক্ষ। কর্মীরা যাতে নিরাপদ এবং সুরক্ষিত থাকেন সেটাই তাদের লক্ষ্য। এর পাশাপাশি এ দিনের বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে মেট্রোর অনেক কর্মী মারা গিয়েছেন। তাদের পরিবারের সদস্যরা যাতে অনুকম্পাজনিত চাকরি পান সে-নিয়েও আলোচনা হয় এ দিনের বৈঠকে। উল্লেখ্য, মেট্রোর অনেক প্রকল্পের কাজ চলছে কলকাতায়। বিশেষ করে ইস্ট মেট্রোর জন্য শিয়ালদা স্টেশনে জোরকদমে কাজ চলছে। আরও বিভিন্ন কাজ চলছে মেট্রোর। সেগুলির অগ্রগতির খোঁজ নেওয়ার পাশাপাশি দ্রুত তা শেষ করার বিষয়েও এ দিন আলোচনা করেন জেনারেল ম্যানেজার।
প্রসঙ্গত, করোনার প্রথম ঢেউয়ের পর মেট্রো চলা যখন শুরু হয়েছিল তখন কিউ আর কোড প্রক্রিয়ার মাধ্যমে যাত্রীদের ছাড় দেওয়া হচ্ছিল। নিয়ম ছিল কিউ আর কোড দেখিয়ে তবেই যাত্রীরা মেট্রোয় যাতায়াত করতে পারবেন। এ দিনের আলোচনায় কিউ আর কোড-ভিত্তিক টিকিট বাড়ানোর বিষয়ে জোর দেন জেনারেল ম্যানেজার।