পুবের কলম প্রতিবেদকঃ পুজোর কয়েকটা দিন আর পাঁচটা সাধারণ দিন থেকে ভিড় বাড়বে শহরের রাজপথে। চাপ পড়বে গণ পরিবহণেও। মেট্রোতেও ভিড় বাড়বে যাত্রীদের। সেই কারণে সপ্তমী থেকে নবমী পর্যন্ত মধ্যরাত্রি পর্যন্ত মেট্রো (kolkata Metro) চালাবে কর্তৃপক্ষ। তবে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে পুজোর মধ্যেও টোকেন চালু করা হবে না। যাদের স্মার্ট কার্ড আছে, শুধুমাত্র তারাই মেট্রোতে যেতে পারবে বলে মেট্রোর তরফে জানানো হয়েছে।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, পুজোর কয়েকটা দিন অর্থাৎ সপ্তমী থেকে নবমী পর্যন্ত মেট্রোর প্রথম পরিষেবা শুরু হবে সকাল ১০টা নাগাদ। দমদম থেকে দক্ষিণেশ্বর– কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর– দমদম থেকে কবি সুভাষ– কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো সকাল ১০টার সময় পাওয়া যাবে। সপ্তমী থেকে নবমী পর্যন্ত প্রতিদিন ২০৪টি করে মেট্রো চালানো হবে। যার মধ্যে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ১৭১টি মেট্রো চলবে। এরমধ্যে ৮৫টি আপ এবং ৮৬টি ডাউন মেট্রো চলবে। ৬ মিনিট পর পর পাওয়া যাবে মেট্রো পরিষেবা। মেট্রোর তরফে জানানো হয়েছে– দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৪৮ মিনিটে। অন্যদিকে– দমদম থেকে কবি সুভাষ ও কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে রাত্রি ১১টা নাগাদ। দশমীতে ভিড় কম থাকায় ওই দিন ১৩৮টি মেট্রো চালানো হবে। এরমধ্যে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলবে ১৩৫টি মেট্রো। ওই দিন রাত্রি সাড়ে ৯টা পর্যন্ত মেট্রো পাওয়া যাবে।