পুবের কলম প্রতিবেদকঃ পাঁচ বছর আগে মেট্রোর সুড়ঙ্গের মাটি কাটার সময় ধস নেমেছিল বউবাজার এলাকায়। বাড়ি ভেঙে পড়েছিল দুর্গা পিতুরি লেনে। অনিশ্চয়তার মুখে পড়েছিল মেট্রোর পাতাল যাত্রা। সুড়ঙ্গের সেই ক্ষত সারিয়ে এবার বউবাজারে মাটির নীচ দিয়ে ছুচতে চলেছে মেট্রো। জুড়তে চলেছে সল্টলেকের সেক্টর ফাইভ থেকে মহাকরণ।
আগামীকাল ২১ জানুয়ারি, মঙ্গলবার ভোর চারটে পর্যন্ত দফায় দফায় মেট্রোর ট্রায়াল রান চলবে। ট্রায়াল রান সফল হলে কিছুদিন পরীক্ষামূলকভাবে বউবাজারের সুড়ঙ্গের ভেতর দিয়ে চলাচল করতে মেট্রো। পরে কমিশনার অফ সেফটি বা সি আর এস ছাড়পত্র দিলে যাত্রী নিয়ে ধর্মতলা থেকে শিয়ালদহ পর্যন্ত ছুটবে ট্রেন। যার ফলে মাত্র ১১ মিনিটে হাওড়া থেকে শিয়ালদহ পৌঁছে যেতে পারেন যাত্রীরা।
বউবাজারে মাটির তলার অংশে পূর্বমুখী সুড়ঙ্গে মেট্রোর পরীক্ষামূলক দৌড় শুরু হলেও সেক্টর ফাইভ থেকে হাওড়ার দিকে অর্থাৎ পশ্চিমমুখী সুড়ঙ্গের কাজ চলছিল। গত ডিসেম্বরে সুড়ঙ্গের কাজ শেষ হওয়ার পরে তৃতীয় লাইনে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। তারপর তৃতীয় লাইনে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। তারপর কয়েকদিন ট্রলি রান হয়। এবার আগামীকাল মঙ্গলবার রাতে প্রথম সুড়ঙ্গ দিয়ে গড়াবে মেট্রোর চাকা। তার আগে অবশ্য সিগন্যালিং সিস্টেম আধুনিকীরকরণের কাজ হবে। এই কারণেই ৮ ফেব্রুয়ারি থেএক ২৪ মার্চ — প্রায় দেড় মাস বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো।