পুবের কলম, ওয়েবডেস্ক: গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণে কুম্ভমেলায় ব্যাপক আগুন। রবিবার দুপুরে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলার ১৯ নম্বর সেক্টরের একটি তাঁবুতে দুটি সিলিন্ডার ফেটে আগুন ধরে যায়। দ্রুত আগুন ছড়িয়ে আশপাশের বেশ কিছু তাঁবুতেও আগুন ধরে যায়। আগুনের জেরে প্রায় পঞ্চাশটি তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে।
#WATCH | Prayagraj, Uttar Pradesh | A fire breaks out at the #MahaKumbhMela2025. More details awaited. pic.twitter.com/FCQrrQKSAX
— ANI (@ANI) January 19, 2025