পুবের কলম, ওয়েবডেস্ক: মহারাষ্ট্রে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও ৭ জন। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে প্রায় ৫ কিমি এলাকা। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভান্ডারা জেলার জওহর নগরের অর্ডন্যান্স ফ্যাক্টরিতে।
Read More: ডিটেনশন ক্যাম্পে কেন আটকে রাখা হয়েছে ২৭০ বিদেশিকে? অসম সরকারকে সুপ্রিম ভর্ৎসনা
প্রশাসন সূত্রে খবর, এদিন কারখানার এলটিপি বিভাগে কাজ করছিলেন বেশ কয়েকজন কর্মী। হঠাৎ সকাল সাড়ে ১০টা নাগাদ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে এলটিপি বিভাগের ছাদ ভেঙে পড়ে। তাতেই তাঁরা চাপা পড়ে যান কর্মরত শ্রমিকরা। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা।