পুবের কলম ওয়েবডেস্কঃ মা কথা রেখেছেন, তাই কোন পূর্ব প্রস্তুতি ছাড়াই চলে এসেছেন মায়ের কাছে। উপনির্বাচনে জোড়া জয়ের পর কালীঘাটে পুজো দিতে এসে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এইদিন মুখ্যমন্ত্রী বলেন , ”আজ দুপুরে জেতার পর হঠাৎ মনে হল, মা কথা রেখেছেন। তাই কোনও প্রস্তুতি ছাড়াই মায়ের কাছে চলে এলাম। আসলে বালিগঞ্জের বাবুলের জয়ের মার্জিন যখন কমছিল, তখন মায়ের কাছে প্রার্থনা করেছিলাম। শেষমেশ ভোটের ব্যবধান বেড়েছে। তাতেই মনে হল, মা আমার প্রার্থনা শুনেছেন।”
শনিবার বারবেলায় এসেছে জোড়া জয়ের সংবাদ। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বাবুল সুপ্রিয় অন্যদিকে আসানসোল লোকসভা শ্রতুঘ্ন সিনহা। বিজেপির যেমন একজন সাংসদকে হারালো, তৃণমূলের একজন বাড়ল। ২০১৯ লোকসভা নির্বাচনেও এই কেন্দ্র থেকে তৎকালীন বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হন বাবুল সুপ্রিয়। তিনি তৃণমূলে যোগ দিয়ে সংসদ পদ ছেড়ে দেন। সেই আসনেই উপ নির্বাচনে জয়ী হলেন বিহারি বাবু।