কলকাতাWednesday, 9 March 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট মহারাজ স্বামী স্মরণানন্দজি

mtik
March 9, 2022 5:37 pm
Link Copied!

পুবের কলম ওয়েবডেস্কঃ গুরুতর  অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট মহারাজ স্বামী স্মরণানন্দজি। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছেন  অশীতিপর প্রেসিডেন্ট মহারাজ।

রেসপিরেটরি মেডিসিনের চিকিৎসক অজয় সরকারের তত্ত্বাবধানে আছেন তিনি। ফুসফুসের সংক্রমণ রয়েছে তাঁর।বেলুড় মঠে যে সমস্ত চিকিৎসক তাঁর দেখভাল করেন, তাঁরাও হাসপাতালে রয়েছেন। বার্ধক্যজনিত কারণে স্নায়ু এবং অন্যান্য বিভাগের চিকিৎসকরাও তাঁকে দেখবেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।প্রেসিডেন্ট মহারাজের বয়স ৯২ বছর। বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন তিনি। হাসপাতালের রেসপিরেটরি  মেডিসিন বিভাগের জেনারেল কেবিনেই আপাতত তাঁকে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রেসিডেন্ট মহারাজ। আপাতত তাকে আইসিইউতে রাখার প্রয়োজন নেই।

২০১৭ সালে মিশনের ষোলোতম অধ্যক্ষ হন স্বামী স্মরণানন্দ। স্বামী আত্মস্থানন্দের মহা প্রয়াণের পর মিশনের প্রবীণ সন্ন্যাসীদের মধ্যে প্রথমসারিতে ছিলেন স্বামী স্মরণানন্দজি।২০১৭ সালের ১৮ জুন প্র্য়াত হন স্বামী আত্মস্থানন্দ। তাঁর পরবর্তীতে রামকৃষ্ণ মঠ    ও মিশনের  পরবর্তী অধ্যক্ষ হিসেবে স্বামী স্মরণানন্দজিকে বেছে নেওয়া হয়। ১৯২৯ সালে তামিলনাড়ুর তাল্লাভুর জেলার আন্দামি গ্রামে জন্ম স্বামী স্বরণানন্দের।