পুবের কলম প্রতিবেদকঃ মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন ১৬ নভেম্বর স্কুল খুলবে। একই সঙ্গে মাদ্রাসাগুলিও খুলবে– তার সমস্ত প্রক্রিয়াও শুরু হয়েছে বলে সোমবার জানিয়েছে মাদ্রাসা শিক্ষা দফতর।
দফতর জানিয়েছে– মাদ্রাসা খোলার বিষয়ে সমস্ত প্রস্তুতিও শুরু হয়েছে। মাদ্রাসাগুলি কী ভাবে চালু হবে– কোভিড-এর নিয়ম কী হবে– শিক্ষক ও ছাত্রছাত্রীদের কী কী নির্দেশ মানতে হবে– কোনও কোনও ক্লাস চালু হবে– তা বিস্তারিত জানাবে মাদ্রাসা শিক্ষা দফতর।
এদিকে স্কুলের পাশাপাশি মাদ্রাসাগুলিকে স্যানিটাইজেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রাজ্যের প্রতিটি মাদ্রাসাকে এই নির্দেশিকা দিয়েছে মাদ্রাসা শিক্ষা দফতর। নির্দেশিকায় আরও জানানো হয়েছে– কোন মাদ্রাসায় কত শিক্ষক রয়েছেন– ছাত্রছাত্রীর সংখ্যা কত– তা দ্রুত দফতরে জানাতে হবে। সেই তথ্য মাদ্রাসা শিক্ষা দফতরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য– করোনা পরিস্থিতির কারণে প্রায় দু’বছর ধরে স্কুল– মাদ্রাসা– কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ। কোভিড থেকে পড়ুয়াদের রেহাই দিতে শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে ক্লাস বন্ধ করা হয়েছিল। তবে মাদ্রাসার শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছিল– অনলাইনে ক্লাস চালু রাখতে হবে। পাশাপাশি পড়াশোনার বিষয়ে পড়ুয়াদের অ্যাসাইনমেন্ট দিতে হবে। সেই মতো পড়ুয়ারা বাড়িতেই পড়াশোনা চালানো অব্যাহত রেখেছিল। করোনার জেরে মাধ্যমিক– উচ্চ মাধ্যমিক– মাদ্রাসা শিক্ষা পর্ষদের পরীক্ষা স্থগিত করা হলেও মার্কসের ভিত্তিতে ফলাফল বের করে এই তিন শিক্ষা দফতর।
ইতিমধ্যে আমফান– ইয়াস এবং অন্যান্য দুর্যোগে ক্ষতিগ্রস্ত মাদ্রাসায় মেরামতির বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়ার প্রয়াস চলছে বলেও জানা গিয়েছে।
স্কুলের পাশাপাশি মাদ্রাসা খোলার বিষয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি একেএম ফারহাদ বলেন– মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল খোলার কথা ঘোষণা করেছেন। আশা করব ১৬ নভেম্বর থেকে এমএসকে– এসএসকে– আন এডেড সহ ৬১৪টি মাদ্রাসা খুলবে। দেড় বছরের বেশি সময় ধরে করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রয়েছে।
এবার ছাত্রছাত্রীরা কোভিডবিধি মেনে মাদ্রাসাগুলিতে সশরীরে ক্লাসের জন্য আসবে। এটাই আসা করব।
পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির মুখপাত্র সৈয়দ সাজ্জাদ হোসেন বলেন– মু্খ্যমন্ত্রীর ঘোষণায় আশা করছি ১৬ নভেম্বর থেকে সমস্ত মাদ্রাসাগুলিও খুলবে। মাদ্রাসা শিক্ষা দফতর এই বিষয়ে কোনও নির্দেশিকা জারি করেনি। কিন্তু মু্খ্যমন্ত্রীর ঘোষণায় মাদ্রাসা শিক্ষা দফতরও সেই পথেই হাঁটবে। প্রত্যেকে সামাজিক দূরত্ব মেনে মাদ্রাসা ও স্কুলে হাজির হবে। শিক্ষকদেরও এব্যাপারে আরও সচেতন হওয়ার আবেদন জানাচ্ছি।