পুবের কলম, ওয়েবডেস্ক: ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ এবং সউদী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সোমবার দ্বিপাক্ষিক সম্পর্ককে গভীর করার লক্ষ্যে বৈঠক করেন। পাশাপাশি লেবানন সহ মধ্যপ্রাচ্যে সংঘাত কমানোর লক্ষ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব স্বাক্ষর করেছেন। দুই নেতা লেবাননে প্রেসিডেন্ট নির্বাচনের আহ্বান জানিয়েছেন। ফরাসি নেতা সোমবার তিন দিনের রাষ্ট্রীয় সফরে সউদী আরবে পৌঁছেছেন ঠিক যখন রাজনৈতিক সংকট ফ্রান্স সরকারকে পতনের হুমকি দিচ্ছে। তেল-সমৃদ্ধ উপসাগরীয় রাজ্যের ডি ফ্যাক্টো শাসক প্রিন্স মোহাম্মদের সাথে বৈঠকের পর, ম্যাখোঁর অফিস ‘দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, শক্তির স্থানান্তর, সংস্কৃতি, গতিশীলতা’র বিষয়ে সহযোগিতার উন্নতির লক্ষ্যে একটি নতুন অংশীদারিত্বে স্বাক্ষর করার ঘোষণা দিয়েছে। দুই নেতা ইসরাইল ও লেবাননের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতিকে একীভূত করতে সহায়তা সহ উত্তেজনা কমানোর কথা বলেছেন।