পুবের কলম, ওয়েবডেস্কঃ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। চতুর্দিকে উন্মাদনার ছোঁয়া। চতুর্দিকে খুশির জনজোয়ার। তবে এখনও পিছু ছাড়েনি করোনা, সেই সঙ্গে চতুর্দিকে শুরু বৃষ্টির ভ্রুকুটি। আগামী কয়েক দিনের মধ্যেই বাংলা সহ ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, গুজরাত, ছত্তীসগড়, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্রে থেকে বিদায় নিতে চলেছে বর্ষা। তবে পুজোর মধ্যে সেভাবে বড়সড় দুর্যোগের সম্ভাবনা না থাকলেও আন্দামানের ওপরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হলেই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। এর চাপে উপকূলবর্তী এলাকাগুলিকে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১০ অক্টোবরের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হতে পারে।
দুর্গাপুজোয় বৃষ্টি হবে কি হবে না, তা নিয়ে দোলাচালে সাধারণ মানুষ। কারণ বর্ষা গিয়েও যাচ্ছে না, ফলে প্রতিদিনই বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন। হাঁটু থেকে কাদা জলে আটকা পড়ে গিয়েছে সাধারণ মানুষের জীবন। জেলাগুলিতে বন্য পরিস্থিতি তৈরি হয়েছে। তাই পুজোতে আবার বৃষ্টি এলে সাধারণ মানুষের দশা যে কি হবে, তা নিয়ে ইতিমধ্যেই ঘুম উড়েছে মানুষের। আবহাওয়া দফতর স্বস্তির খবর জানালেও বর্ষা নিয়ে বিরক্ত মানুষের পিছু ছাড়ছে না। আজ ও আগামিকাল, অর্থাৎ ষষ্ঠী এবং সপ্তমীর দিন আকাশ পরিষ্কার থাকবে ৷ বুধবার অষ্টমী থেকে বৃষ্টি শুরুর আশঙ্কা রয়েছে। বৃষ্টি বাড়বে নবমী ও দশমীতে। শনি-রবিবার ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গে। পাশাপাশি উত্তরবঙ্গে আকাশ পরিষ্কার থাকবে।