পুবের কলম, ওয়েবডেস্ক: প্রয়াত ‘বঙ্গবিভূষণ’ মনোজ মিত্র। বয়োঃজনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। চলছিল চিকিৎসা। সল্টলেকের ক্যালকাটা হার্ট ইন্সিটিউটে ভর্তি ছিলেন তিনি। সোমবার শারীরিক অবস্থার অবনতি হয়। আজ সকাল ৮.৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ৮৫ বছর বয়সে প্রয়াত হলেন ‘বাঞ্ছারামার বাগান’, ‘আদর্শ হিন্দু হোটেল’ খ্যাত এই অভিনেতা। এক সময়ে থিয়েটার ও চলচ্চিত্র জগতের একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন তিনি।
মনোজ মিত্রর প্রয়াণে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে শোকবার্তা দেন তিনি। লেখেন, কিছু বলার ভাষা পাচ্ছি না। বাংলা থিয়েটার ও চলচ্চিত্র জগতে তাঁর অবদান ছিল অসামান্য। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও অনুরাগীদের সমবেদনা জানাই।’ মনোজ মিত্রের প্রয়াণে শোকাহত গোটা চলচ্চিত্র মহল। তাঁর প্রজন্ম থেকে শুরু করে বর্তমান প্রজন্মের অভিনেতা-অভিনেত্রী সহ টলিপাড়ার সব শিল্পীরা মনোজ মিত্রের প্রয়াণে শোক প্রকাশ করেছেন।
আরও পড়ুনঃ অসুস্থ বিমান বসু, ভর্তি হাসপাতালে
উল্লেখ্য, হাসপাতালে ভর্তি হতেই চিকিৎসকরা জানিয়েছিলেন, হৃদযন্ত্র ঠিক মতো কাজ করছে না কিংবদন্তি নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্রর। হার্ট পাম্পের সমস্যা রয়েছে। রক্তচাপ নিয়ন্ত্রণে নেই। ক্রিয়েটিনিনও বিপজ্জনক মাত্রায় বেড়ে গিয়েছে। সোডিয়াম-পটাসিয়ামেরও সমস্যা দেখা দিয়েছে। চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হলেও শেষ রক্ষা হল না। এদিন সকালে তাঁর ভাই তথা সাহিত্যিক অমর মিত্র অভিনেতার প্রয়াণের খবর জানান।