পুবের কলম, ওয়েবডেস্ক: জ্বরে কাবু বিমান বসু। অবস্থা গুরুতর। ভর্তি হাসপাতালে। উল্লেখ্য, জ্বর উপেক্ষা করেই উত্তরবঙ্গে কর্মসূচিতে গিয়েছিলেন তিনি। রাতে অবস্থার অবনতি হতে শুরু করে। তড়িঘড়ি কলকাতায় নিয়ে আসা হয় বিমান বসুকে। শহরে ফেরামাত্রই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে ।
হাসপাতাল সূত্রে খবর, ভয়ের কিছু নেই। অবস্থা এখন স্থিতিশীল। অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। ফুসফুসে সংক্রমণ রয়েছে। আজ ব্লাড টেস্ট করা হবে।
জানা গেছে, তিনদিন ধরেই জ্বর বিমান বসুর। জ্বরকে উপেক্ষা করেই দক্ষিণ দিনাজপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি। ট্রেনে করে সেখানে গিয়েছিলেন তিনি। ট্রেন সফরে ঠান্ডা হাওয়া লাগায় অসুস্থতা বাড়ে। চড়চড়িয়ে বাড়তে থাকে জ্বরের তীব্রতা। তা নিয়েই কর্মসূচিতে যোগ দেন তিনি।
ফেরার সময় মালদহে থাকাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। তবে হাসপাতালে ভর্তি হতে নাকচ করে দেন। একটায় কথা আলিমুদ্দিনের কার্যালয়েই চিকিৎসা করাবেন তিনি। তবে পরিস্থিতি বিবেচনা করে শেক্সপিয়র সরণির হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
এই প্রেক্ষাপটে সিপিএমের রাজ্য সম্পাদক মুহাম্মদ সেলিম জানিয়েছেন, গত ৩ দিন ধরে জ্বর ছিল। তারপরেই দলীয় কাজে উত্তরবঙ্গে যান। সফরে গিয়ে অসুস্থতা আরও বেড়ে যায়। জ্বর না কমায় বিমানদাকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুরে ডাক্তারেরা দেখবেন। তার পর কীভাবে চিকিৎসা এগোবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে।
1 Comment
Pingback: প্রয়াত ‘বঙ্গবিভূষণ’ মনোজ মিত্র, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর – Puber Kalom – Bengali News Daily