পুবের কলম প্রতিবেদক: বাংলা চলচিত্র জগতে নক্ষত্রপতন। প্রয়াত হলেন টলিউডের প্রখ্যাত অভিনেতা অভিনেতা পার্থসারথি দেব। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৮ বছর। প্রিয় চলচ্চিত্রে অভিনেতার মৃত্যুতে টলিউড সহ শহরজুড়ে শোকের আবহ। জানা গিয়েছে, দীর্ঘ প্রায় মাসাধিক কাল ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন হাসপাতালে।
শুক্রবার গভীর রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ চার দশক ধরেই অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বাংলা চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি সামলেছেন সাংগঠনিক দায়িত্বভারও।
‘পশ্চিমবঙ্গ মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম’-এর সহ-সভাপতির দায়িত্বে ছিলেন পার্থসারথি দেব। শুক্রবার রাতেই অভিনেতার মৃত্যু সংবাদ বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় ফোরামের পক্ষ থেকে। প্রিয় অভিনেতার মৃত্যুর খবর পেয়ে এক্স হ্যাণ্ডেলে শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘বিশিষ্ট অভিনেতা পার্থসারথি দেবের প্রয়াণের এই খবর দূঃখজনক।’ প্রয়াত অভিনেতার পরিবার, বন্ধু এবং অনুরাগীদের প্রতিও সমবেদনা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী।
শনিবার দুপুর ১২টায় টেকনিশিয়ান স্টুডিয়োতে পার্থসারথির দেহ নিয়ে য়াসা হয়। সেখানে অভিনেতার সহকর্মী, ভক্ত, প্রিয়জনেরা মাল্যদান এবং শ্রদ্ধাজ্ঞাপন করেন।
উল্লেখ্য, দীর্ঘ দিন সিওপিডির সমস্যায় ভুগছিলেন অভিনেতা। সম্প্রতি নিউমোনিয়া এবং বুকে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। গত ৯ ফেব্রুয়ারি থেকে বাঙুর হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল বর্ষীয়ান অভিনেতাকে। ‘কাকাবাবু হেরে গেলেন’, ‘লাঠি’, ‘প্রেম আমার’-সহ একাধিক জনপ্রিয় বাংলা ছবিতে অভিনয় করেছেন পার্থসারথি দেব।