পুবের কলম, ওয়েব ডেস্ক: ভয়াবহ বায়ুদূষণের জের, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ পাকিস্তানে ।
জানা গেছে, এক সপ্তাহের জন্য প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন পাক কর্তৃপক্ষ। শ্বাস-প্রশ্বাসজনিত এবং অন্যান্য রোগ থেকে রক্ষা করতে এই ঘোষণা। অফিসের কর্মীদের বাড়ি থেকে কাজ করতে হবে বলে নির্দেশ।
ঘটনা প্রসঙ্গে সরকারি কর্মকর্তারা বলেছেন, বায়ুদূষণের সূচক রেকর্ড উচ্চতায় পৌঁছলে আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লাহোরে বায়ু-মানের সূচক এক হাজার ছাড়িয়ে গেছে, যা পাকিস্তানে রেকর্ড।
লাহোরের বাতাসে পিএম ২.৫ বা ক্ষুদ্র কণার ঘনত্ব ৪৫০-এর কাছাকাছি পৌঁছেছে, যা বিপজ্জনক বলে বিবেচিত বলে পাঞ্জাব পরিবেশ সুরক্ষা বিভাগ জানিয়েছে।