পুবের কলম প্রতিবেদকঃ গত ভুয়ো নথি ব্যবহার করে তৈরি করা ভারতীয় পাসপোর্ট আটকাতে এবার কড়া পদক্ষেপ নিল কলকাতা পুলিশ।পাসপোর্ট জালিয়াত চক্রের তদন্তে নেমে কলকাতা পুলিশের গোয়েন্দারা জানাতে পারেন, ভুয়ো নথি জমা করে কলকাতা পুলিশের আওতাধীন এলাকার ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট তৈরি করা হয়েছে।
গত এক বছর ধরে তৈরি হওয়া ৭০ টিরও বেশি জাল পাসপোর্টের মালিকদের চিহ্নিত করতে এবার লুক আউট নোটিস জারি করল কলকাতা পুলিশ। এব্যাপারে কলকাতা পুলিশের গোয়েন্দারা জানান, লুকআউট নোটিস জারি থাকলে সতর্ক দেশের বিভিন্ন বিমান বন্দর ও স্থলবন্দরগুলি আরও সতর্ক থাকবে। ফলে ভুল নথি দিয়ে তৈরি পাসপোর্ট ব্যবহার করে ভ্রমণ করলে জাল পাসপোর্ট মালিকদের পাকড়াও করা অনেকটাই সহজ হবে।
উল্লেখ্য, ভুয়ো পাসপোর্ট ব্যবহার করে কোথাও ভ্রমণ করা হয়েছে এবং পাসপোর্টের মালিকদের পরিচয় ও অবস্থান জানতে অভিবাসন দফতরের কাছ থেকে বিস্তারিত তথ্য চেয়েছে গোয়েন্দা দফতর।ওইসব ভুয়ো পাসপোর্ট বানানোর সময় আঞ্চলিক পাসপোর্ট অফিসে অনলাইনে যে পেমেন্ট করা হয়েছে, সেই তথ্য বিশ্লেষণ করে অ্যাকাউন্ট নম্বরের ভিত্তিতে পাসপোর্টের আবেদনকারীকে চিহ্নিত করারও চেষ্টা চালাচ্ছে কলকাতা পুলিশের গোয়েন্দা দফতর।