অর্পিতা লাহিড়ীঃ এই কলকাতার মধ্যে আছে আরও একটা কলকাতা মধ্য কলকাতার বো- ব্যারাক, অ্যাংলো ইন্ডিয়ান এই পল্লীটি সেজে উঠছে বড়দিন এর সাজে। দ্বিতীয় বিশ্ব যুদ্ধ এর সময় এই ব্যারাক গুলি ব্রিটিশ সৈনিক দের আবাসস্থল হিসাবে ব্যবহার করা হত।
যার নাম ছিলো গ্যারিসন মেস। দেশ স্বাধীন হবার পর অ্যাংলো ইন্ডিয়ান রা বংশপরম্পরায় এই বো ব্যারাকেই থেকে যান। লাল ইঁটের ব্রিটিশ স্থাপত্য এর এই আবাসন গুলিতে বর্তমানে থাকেন ৬০০ আবাসিক।⊥
২২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে বড়দিনের