কলকাতাFriday, 24 September 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

রবীন্দ্র সরোবরে মাছের মড়ক আটকাতে বিশেষ যন্ত্র কিনছে কেএমডিএ

mtik
September 24, 2021 5:52 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদকঃ রবীন্দ্র সরোবরের জলের মান পরীক্ষা করার ক্ষেত্রে আরও গতি আনতে এবার বিশেষ পরিকাঠামো গড়ে তুলছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি বা কেএমডিএ। মাছের মড়ক আটকাতে বিশেষ যন্ত্র কিনছে কেএমডিএ। এর সাহায্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যাবে বলে জানিয়েছে কেএমডিএ। বিগত কয়েক দিনে লেকের জলে বেশ কয়েকটি মরা মাছ ভেসে উঠেছে। এই ঘটনার পরপরই এই পদক্ষেপ করার সিদ্ধান্ত নিল কেএমডিএ কর্তৃপক্ষ। ইতিমধ্যেই বিশেষজ্ঞদের সঙ্গে এ বিষয়ে কথাবার্তা বলেছেন কেএমডিএর আধিকারিকরা। কেএমডি-র এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন,  কয়েকটি বিশেষ ধরনের মেশিন কেনা হবে। এই মেশিন ১২ থেকে ১৫ টি জায়গায় বসিয়ে প্রতি সপ্তাহে অক্সিজেনের মাত্রা মাপা হবে। রাখা হবে একটি রেজিস্টার এবং যখনই দেখা যাবে জলের অক্সিজেনের মাত্রা কমেছে, তখনই পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং ক্যালসিয়াম অক্সাইড জলে দিয়ে অক্সিজেনের পরিমাণ বাড়ানো হবে। এই প্রক্রিয়ার দ্বারা লেকে মাছ মারা যাওয়ার বিষয়টি আটকানো যাবে বলেই মনে করছে কেএমডিএ কর্তৃপক্ষ। এতদিন রবীন্দ্র সরোবরের জলে অক্সিজেনের মাত্রা পরীক্ষার দায়িত্ব ছিল পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের হাতে। প্রতিমাসে একবার করে এই কাজ করা হত। তবে এবারে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এর ওপর নির্ভরশীল না থেকে অক্সিজেনের মাত্রা মাপার কাজ নিজেরাই করতে উদ্যোগী হচ্ছে কেএমডিএ।

দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র জানিয়েছেন,  ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গা থেকে নমুনা সংগ্রহ করেছে তারা। তবে এই পরীক্ষার রিপোর্ট আসতে আসতে আগামী সপ্তাহ হয়ে যাবে। কেএমডিএ কর্তৃপক্ষ কিভাবে এই বিষয়টি আটকানো যায় সে বিষয়ে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছে সাজেশন চেয়েছে। জলের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে এলেই এই সাজেশন কেএমডিএ কর্তৃপক্ষকে দেওয়া হবে বলে জানিয়েছেন কল্যাণবাবু।