পুবের কলম ওয়েবডেস্কঃ স্বাস্থ্যপরীক্ষার জন্য আগামীকাল ২৮ জানুয়ারি থেকে বন্ধ থাকবে খিদিরপুর ফ্লাইওভার। আগামী কাল রাত ১০টা থেকে বন্ধ করা হবে এই উড়ালপুল।১লা ফেব্রুয়ারি ভোর পাঁচটায় খুলে দেওয়া হবে এই ফ্লাইওভার।কলকাতা পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানানো হয়েছে।
এরফলে নিত্যযাত্রী যাঁরা নিয়মিত এই উড়ালপুল ব্যবহার করে থাকেন তাদের যেতে হবে ঘুরপথে। ধর্মতলা খিদিরপুর যাওয়ার জন্য ঘুরিয়ে দেওয়া হবে গাড়িগুলিকে। খিদিরপুর ওল্ড স্টিল ব্রিজ, সিজিআর রোড এবং খিদিরপুর ক্রসিং দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।উল্লেখ্য মাঝেরহাট সেতু ভেঙে পড়ার থেকেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে এই শহরের উড়ালপুলগুলির। এর আগে পার্কস্ট্রীট , এজেসি বোস রোড, নাগেরবাজার , গড়িয়াহাট উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এবার পালা খিদিরপুর ব্রিজের।