পুবের কলম ওয়েবডেস্কঃ বলিউড অভিনেত্রী কঙ্গনা রানওয়াতের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন প্রখ্যাত গীতিকার জাভেদ আখতার। সেই মামলায় এবার মুম্বইয়ের মেট্রোপলিটন আদালতে কঙ্গনা কে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৪ জুলাই হাজিরা দিতে হবে এই অভিনেত্রীকে।
সোমবার আন্ধেরির মেট্রোপলিটন আদালতে এই মামলার শুনানি চলার সময় কঙ্গনার আইনজীবী অভিনেত্রীর ব্যক্তিগত হাজিরার থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানান। তখন বিচারপতি বলেন এই বিষয়ে পার্সিস ((আদালতে মুলতুবি থাকা যেকোনো বিষয় সম্পর্কিত লিখিত বিবৃতি/তথ্য) দাখিলের নির্দেশ দেন। এরপর একদিন পিছিয়ে কঙ্গনাকে হাজিরার নির্দেশ দেওয়া হয় ৪ জুলাই।
২০২০ সালের নভেম্বর মাসে জাভেদ আখতার কঙ্গণার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। এই প্রখ্যাত গীতিকার বলেন কঙ্গনা সাক্ষাৎকার দিতে গিয়ে যেভাবে তাঁর বিরুদ্ধে মন্তব্য করছেন তাতে তাঁর ভাবমূর্তী নষ্ট হয়েছে। উল্লেখ্য বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাববিক মৃত্যু নিয়ে সাক্ষাৎকার দিচ্ছিলেন কঙ্গনা। ২০২০ সালের ৩ ডিসেম্বর জাভেদ আখরাতের বয়ান রেকর্ড করে আদালত।
অন্যদিকে এই বিতর্কিত অভিনেত্রীর নামে জারি হয়েছে শমন। কঙ্গনা এবং তাঁর বোন রঙ্গোলি চান্ডের বিরুদ্ধে এই শমন জরি করা হয়েছে। জুলাই মাসের ২৬ তারিখ কঙ্গনা আর তাঁর বোনকে আদালতে হাজিরা দিতে হবে। ঘটনাচক্রে ওই দিনই কঙ্গনার নতুন ছবি ‘মেন্টাল হ্যায় ক্যায়া’র মুক্তি। সব মিলিয়ে এই মূহুর্তে মোট চারটি মানহানির মামলা রয়েছে কঙ্গনার বিরুদ্ধে।