কলকাতাMonday, 4 October 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

আগুনের গ্রাসে কলুটোলা স্ট্রিট

mtik
October 4, 2021 1:56 pm
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্কঃ ফের কলকাতা শহরে আগুন। কলুটোলা স্ট্রিটের একটি দোতলা বাড়িতে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। এখনও পর্যন্ত ২২টি ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। মূলত এলাকা ঘনজনবসতিপূর্ণ হওয়ার জন্য আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। গোটা এলাকা কালো ধোঁয়ায় ভরে গিয়েছে। প্রথম কলুটোলা স্ট্রিটের একটি দোতলা বাড়িতে আগুন লাগে। ক্রমশ আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশেপাশের দুটি বাড়িতে। উল্টোদিকের বাড়ির জানলা থেকে দমকল কর্মীদের জল দিতে হচ্ছে। ঘটনায় হতা-হতের কোনও খবর নেই। বাসিন্দাদের নিরাপদে সরানোর কাজ চলছে। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লাগার ঘটনা ঘটেছে।

ছবি_সন্দীপ সাহা

এদিন সোমবার আগুন লাগে ১১ নম্বর কলুটোলা স্ট্রিটের তিনতলা বাড়িতে। ওখানে একটি খেলনার গুদামে রয়েছে। সেখানেই আগুন লাগে। এখনও দাউ দাউ করে জ্বলছে আগুন। প্রথমে একটি বিস্ফোরণ হয়, তারপর ভয়ঙ্কর আগুনের গ্রাসে পড়ে কলুটোলা স্ট্রিট। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দলকল কর্মীদের দেরিতে আসার জন্য আগুন নেভাতে দেরি হচ্ছ। অন্যদিকে অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকার অভিযোগ উঠেছে।

দমকল কর্তৃপক্ষের অভিযোগ, তারা ঠিক সময়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। খবর পাওয়া মাত্রই তার ঘটনাস্থলে আসে। প্রথমে ঘটনাস্থলে আসে ৮টি ইঞ্জিন পরে আসে ১২টি ইঞ্জিন। এখন মোট ২২টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। কিন্তু প্রায় ৪ ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। স্থানীয়রাও আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন। কিন্তু কলুটোলা স্ট্রিট এতটাই ঘিঞ্জি এলাকা ফলে আগুন নেভাতে বেশ বেগ পেতে দমকলকর্মীদের। প্রথমে একটি ইঞ্জিন এনে আগুন নেভাতে হচ্ছে, তার পর আরেকটি ইঞ্জিনকে নিয়ে আসা হচ্ছে।

ওই প্লাস্টিক গুদামে ঠাসা দাহ্যবস্তু থাকার জন্য, দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে। চারদিকে তারের কুণ্ডলী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রশ্নের মুখে সাধারণ মানুষের নিরাপত্তা। আশেপাশের বাড়িতে আগুন ছড়ানোর পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ঘটনাস্থলে রয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু।