পুবের কলম ওয়েবডেস্কঃ তীব্র শ্বাসকষ্ট, জ্বর এবং গলায় ব্যাথা নিয়ে প্রখ্যাত সংগীত শিল্পী কবীর সুমনকে রবিবার রাতে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে। সোমবার নাগরিক কবিয়ালকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ৩০ মিনিট হাসপাতালে ছিলেন মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের সঙ্গে কথাও বলেন তিনি।
মঙ্গল্বার দু সদস্যের মেডিকেল বোর্ডের চিকিৎসকরা জানিয়েছেন চিকিৎসায় সাড়া দিচ্ছেন এই প্রবীণ শিল্পী। আগের থেকে কম অক্সিজেন দিতে হচ্ছে তাকে। সোমবার যেখানে তাঁকে প্রতি মিনিটে ৬ লিটার অক্সিজেন দেওয়া হচ্ছিল সেখানে মঙ্গল্বার দেওয়া হচ্ছে চার লিটার। তবে এন্ডোস্কোপি করে গলায় সংক্রমণ ধরা পড়ার জন্য শুরু হয়েছে চিকিৎসা যদিও কবীরের সুমনের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। এই মুহুর্তে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে তিনি চিকিৎসাধীন আছেন।