পুবের কলম, ওয়েবডেস্কঃ মাওবাদী সন্দেহে গ্রেফতার জয়িতা দাস। মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করে এসটিএফ। আজ দুপুরে জয়িতাকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হলে বিচারক তাঁকে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
জানা গিয়েছে, গতকাল সকাল ১১টা নাগাদ নদিয়া জেলার জাগুলিয়া মোড়ে অটো ধরার জন্য দাঁড়িয়েছিলেন জয়িতা। জাগুলিয়াতে ডাক্তার দেখানোর জন্য গিয়েছিলেন। সেই সময় জাগুলিয়া থানার পুলিশ জয়িতার সামনে এসে দাঁড়ায়। তাঁকে একটি একটা সাদা গাড়িতে ওঠার জন্য বলে। সেই সময় জয়িতার হাতে ছিল একটা ব্যাগ। যার ভিতর প্রেসক্রিপশন ও টাকাপয়সা। পুলিশ সেটা তাঁর কাছ থেকে নিয়ে নেয়। তারপর তাঁকে একটা ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে বসিয়ে রাখে। এরপর রাত ৭টা নাগাদ এসটিএফ-এর এক আধিকারিক এসে জয়িতাকে জানান যে তাঁকে গ্রেফতার করা হচ্ছে। সেখান থেকে রাত ১২টা ১০ নাগাদ জয়িতাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য। শেষে হাসপাতাল থেকে তাঁকে লালবাজার লকআপে নিয়ে যাওয়া হয়।