পুবের কলম, ওয়েবডেস্ক: আগেই নির্বাচিত হয়ে গিয়েছিলেন, আর রবিবার আনুষ্ঠানিকভাবে আইসিসির চেয়ারম্যান পদে বসলেন জয় শাহ। তিনি গ্রেগ বার্কলের স্থলাভিষিক্ত হলেন। ২০২৩ সালের নভেম্বর মাস পর্যন্ত বার্কলে এই দায়িত্ব পালন করেছেন।
নতুন দায়িত্ব গ্রহণ করার পরে জয় শাহ বলেন, ‘আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে আমি সম্মানিত। আইসিসির পরিচালক এবং সদস্য বোর্ডগুলির সমর্থন ও বিশ্বাসের জন্য আমি কৃতজ্ঞ। ক্রিকেটের জন্য এখন খুব গুরুত্বপূর্ণ সময়।
তিন ধরণের ক্রিকেটকেই এগিয়ে নিয়ে যেতে হবে। মহিলাদের ক্রিকেটেরও বিশ্বব্যাপী প্রসারের চেষ্টা করা হচ্ছে। আইসিসির সব কমিটি এবং সদস্যদের সঙ্গে মিলেমিশে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। সবাই মিলে ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে।’ একই সঙ্গে জয় বলেন, ‘মেয়েদের ক্রিকেটের উন্নতিতে আমাদের আরও গতি বাড়াতে হবে। বিশ্বমঞ্চে ক্রিকেটের সেই ক্ষমতা রয়েছে। চেষ্টা করব, ২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার।’
উল্লেখ্য, ২০০৯ সালে গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের দায়িত্ব নিয়ে ক্রিকেট প্রশাসনে আসেন জয়। ২০১৯ সালে বিসিসিআইয়ের সচিব হন। তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট পদেও কাজ করেছেন।