কলকাতাWednesday, 7 July 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

দুপু্রেই নামল রাতের অন্ধকার, কলকাতা শহরজুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি

mtik
July 7, 2021 4:49 pm
Link Copied!


পুবের কলম, ওয়েবডেস্ক: গুমোট ও ভ্যাপসা গরমের পর শহরজুড়ে কালো অন্ধকার মেঘ ঘনিয়ে ঝমঝমিয়ে বৃষ্টিতে ভিজল গোটা শহর। বজ্রবিদ্যুৎ সহ প্রায় একঘন্টার বেশি সময় ধরে বৃষ্টি হয়েছে। বুধবার দুপুর ২টোর পর থেকেই মুষুলধারে বৃষ্টি শুরু হয়। দুপুরেই যেন রাত নেমে আসে কলকাতার বুকে।

সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মোমিনপুর এলাকায়। সেখানে বৃষ্টি হয়েছে ১৭৯ মিলিমিটার। বালিগঞ্জে বৃষ্টি হয়েছে ১৪৮ মিলিমিটার। কালীঘাটে বৃষ্টি হয়েছে ১৬৮ মিলিমিটার।
কলকাতার পাশাপাশি ২৪ পরগনা, হাওড়াতেও বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি শুরু হয়েছে। উত্তরের ৫ জেলাতেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। এবার দক্ষিণবঙ্গের জন্যও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর।

একটানা বৃষ্টিতে বহু এলাকা কোমড় সমান জল। জলে ভাসছে পার্ক সার্কাস, বালিগঞ্জ, এসএসকেএম, বিধানসভা চত্বর, যোধপুর পার্ক, মোমিনপুর।

এই সপ্তাহব্যাপী গোটা রাজ্যে কম-বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি সহ একাধিক জেলায় বৃষ্টিপাত।