পুবের কলম, ওয়েবডেস্ক: চাঁদের আরও কাছে চন্দ্রযান-৩। গত ১৪ জুলাই, শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় চন্দ্রযান-৩। এই মিশন সফলতার পথে। এবার সৌরযান উৎক্ষেপণের প্রস্তুতি শুরু করে দিয়েছে ইসরো। সংসদে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং।
দেশীয় প্রযুক্তিতে তৈরি মহাকাশযানে চাপিয়ে ভারতীয় মহাকাশচারীদের মহাকাশে পাঠানো হবে। এই প্রথম ভারত নিজেদের প্রযুক্তি ব্যবহার করে মহাকাশে মানুষ পাঠাবে। মিশনের নাম রাখা হয়েছে ‘গগনযান অভিযান’। আগস্ট-সেপ্টেম্বর নাগাদ ক্রু এসকেপ সিস্টেমের প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ হবে।
একটি রকেট নিয়ে এই পরীক্ষা হবে, যা কিনা একটি সিঙ্গল স্টেজ লিকুইড প্রপেলান্ট রকেট। পৃথিবীতে অবতরণের মুহূর্তে মহাকাশচারিদের নিরাপত্তার কথা ভেবে রকেটের গতিবেগ কমিয়ে নিরাপদ স্তরে আনতেই প্যারাশ্যুটের ব্যবহার করা হবে। প্যারাশুটের সাহায্য সমুদ্রে মহাকাশচারিদের অবতরণ করানো যায় কিনা তাও পরীক্ষা হবে। সংসদে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘পরীক্ষামূলক উৎক্ষেপণের জন্য সব প্রযুক্তি তৈরি। মহাকাশচারীদের রকেটও তৈরি রাখা হয়েছে’।